(http://www.bd-pratidin.com/assets/images/news_images/2014/12/28/tea%20bag_52753.jpg)
চা খাওয়ার পর ব্যবহৃত টি ব্যাগটি আমরা সাধারণত ফেলেই দিই। কিন্তু এই ফেলনা টি ব্যাগগুলো যে কত গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে তা শুনলে অনেকে অবাকই হবেন। চলুন জেনে নিই ব্যবহৃত টি ব্যাগের কিছু ব্যবহার।
পোকা-মাকড়ের কামড় সারিয়ে তোলে:
চায়ের এন্টি-ইনফ্লেমাটরি ও এন্টি-এলিয়াসিং উপাদান পোকা-মাকড়ের কামড়ের জ্বালা-পোড়া কমিয়ে দেয়। পাশাপাশি চুলকানি, লালভাবও কমিয়ে দেয়। যেখানে কামড় দিয়েছে সেখানে ১০ মিনিট একটি ব্যবহার করা টি ব্যাগ রেখে দিন, উপকারিতা পাবেন।
মাড়ির রক্তপাত ও ব্যথা কমায়:
অনেকেরই দাঁতের মাড়ি দিয়ে রক্তপাত হয় ও সাথে থাকে খুব ব্যথা। এই রক্তপাত ও ব্যথা কমাতে মাড়ির আক্রান্ত জায়গায় ব্যবহার করা টি ব্যাগ দিয়ে চেপে রাখুন। চায়ের প্রাকৃতিক উপাদান মাড়ির রক্তপাত ও ব্যথা কমাতে সাহায্য করবে।
পুড়ে যাওয়া স্থানের ব্যথা কমায়:
দেহের কোন অংশ পুড়ে গেলে সেখানে ব্যবহৃত টি ব্যাগ রেখে দিন ২০ মিনিট। তবে টি ব্যাগটি অবশ্যই ঠাণ্ডা হতে হবে। টি ব্যাগের শীতলতা পোড়া স্থানের ব্যথাই কমিয়ে দিবে না, ক্ষত সারিয়ে তুলতেও সাহায্য করবে।
চুলের উজ্জলতা বৃদ্ধি করে:
নিস্তেজ ও প্রাণহীন চুলের উজ্জলতা ফিরিয়ে আনতে ব্যবহার করা কয়েকটি টি ব্যাগ আবার পানিতে ফুটিয়ে নিন। তারপর সেই পানি ঠাণ্ডা করে আপনার চুলের গোঁড়া থাকে চুলের শেষ প্রান্ত পর্যন্ত লাগিয়ে নিন। তারপর কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে ফেলুন।
চোখের অঞ্জলি সমস্যা দূর করে:
অনেকের চোখেই অঞ্জলি হয়ে থাকে। যা হলে চোখ অনেক ফুলে থাকে, ব্যথাও থাকে। এই সমস্যার সমাধানে আক্রান্ত জায়গায় একটি হালকা গরম টি ব্যাগ দিয়ে রাখুন ১৫ মিনিট প্রতিদিন ৩ বেলা। চায়ের অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান চোখের এই সমস্যা সারাতে সাহায্য করে।
সাদা কাপড়ে দিতে পারেন অ্যান্টিক লুক:
আপনার সাদা জামাটিতে চাইলেই একটু অন্যরকম ডিজাইন করতে পারেন টি ব্যাগ দিয়ে? একটি পাত্রে গরম পানি ফুটিয়ে তার মধ্যে কয়েকটি টি ব্যাগ ছেড়ে দিন। তারপর সাদা কাপড়টি ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন।
কালার করা চুলের চাকচিক্য বাড়ায়:
কালার করা চুলের উজ্জলতা দ্বিগুণ বাড়াতে ব্যবহার করা টি ব্যাগ দারুন কার্যকর। ব্যবহার করা টি ব্যাগ পানিতে ফুটিয়ে সেই পানি ঠাণ্ডা করে চুলে লাগিয়ে নিন, তারপর ধুয়ে ফেলুন। কয়েকদিন পর পর এই পদ্ধতিটি কাজে লাগাতে পারেন।
পায়ের গন্ধ দূর করে:
অনেকের পায়েই গন্ধ হয়ে থাকে যা খুব অস্বস্তিকর। শীতকালে এ সমস্যাটা বেড়ে যায়। এ থেকে পরিত্রান পেতে ব্যবহার করা টি ব্যাগ পানিতে ফুটিয়ে সেই পানি কিছুটা ঠাণ্ডা করে তাতে পা ভিজিয়ে রাখুন ২০ মিনিট। দেখবেন পায়ের বাজে গন্ধ গায়েব হয়ে যাবে এবং ব্যাকটেরিয়াও ধ্বংস হবে।
ত্বকের টোনার হিসেবে ব্যবহার করা যায়:
টি ব্যাগ আপনি ব্যবহার করতে পারেন রূপচর্চায়ও। ত্বককে টোনিং করতে টি ব্যাগ খুব ভাল। একটি ব্যবহার করা টি ব্যাগ নিয়ে আপনার ত্বকে ম্যাসাজ করুন। তারপর ত্বক শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।
গাছের সার হিসেবেও টি ব্যাগ:
গাছের সার হিসেবে টি ব্যাগ খুবই ভাল। এজন্য ব্যবহৃত টি ব্যাগ থেকে চা পাতা বের করে নিন। কিছুদিন রোদে শুকিয়ে তারপর গাছের গোড়ায় দিন।