Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: imam.hasan on December 30, 2014, 12:52:07 PM
-
অবশেষে বঙ্গবন্ধু গোল্ডকাপ নিয়ে টালবাহানা শেষ হলো। আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এ আসরটি। ১৬ জানুয়ারি বাংলাদেশসহ ছয়টি দেশ নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শুরু হচ্ছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে জানানো হয়েছে, আগামী ১৬ থেকে ২৭ জানুয়ারি ঢাকায় বসছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ডাক পাওয়া ফুটবলারদের আগামী ১ জানুয়ারি দলের প্রশিক্ষক সাইফুল বারী টিটুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
প্রাথমিক দলের ফুটবলারদের নিয়ে বিকেএসপিতে আবাসিক ক্যাম্প শুরু হবে।
প্রাথমিক দলের ফুটবলাররা হলেন: মাজহারুল ইসলাম, মো: রায়হান হাসান, মোঃ লিংকন, মো: নাসির উদ্দিন চৌধুরী, মো: ইয়াসিন খান, ইয়ামিন আহমেদ চৌধুরি মুন্না, মো: মোনায়েম খান রাজু, মো: মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, মো: তকলিস আহমেদ, মো: শাখাওয়াত হোসেন রনি, জামাল ভূইয়া, মো: শহিদুল আলম, রুবেল মিয়া, আতিকুর রহমান মিশু, মো: নাসিরুল ইসলাম নাসির, মো: জাহিদ হোসেন, তপু বর্মন, ওয়াহেদ আহমেদ, মো: আরিফুল ইসলাম, মো: জাহিদ হাসান এমিলি, হেমন্ত কুমার ভিনসেন্ট, রাসেল মাহমুদ লিটন, মিঠুন চৌধুরী, আতিকুর রহমান ফাহাদ ও আমিনুল ইসলাম সজিব।
প্রাথমিক দলে ডাক পাওয়া ফুটবলারদের মাঝে ১৪ জন শেখ জামাল ধানমন্ডির, দুইজন আবাহনী লিমিটেডের, ৬ জন রয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের, একজন করে মুক্তিযোদ্ধা সংসদ, শেখ রাসেল, চট্টগ্রাম আবাহনী এবং টিম বিজেএমসির।
Source: banglanews24.com