Daffodil International University

Health Tips => Health Tips => Topic started by: Karim Sarker(Sohel) on December 31, 2014, 03:20:33 PM

Title: সাইনোসাইটিসের ঘরোয়া নিরাময়
Post by: Karim Sarker(Sohel) on December 31, 2014, 03:20:33 PM
এক কাপ গরম পানিতে ২ চামচ আপেল সাইডার ভিনেগার এবং ১ চিমটি শুকনা মরিচের গুড়া মিশিয়ে নিন, প্রতিদিন সকাল ও সন্ধ্যা গরম গরম এই তরল পান কারুন।