Daffodil International University

Bangladesh => Law of Bangladesh => Topic started by: Karim Sarker(Sohel) on January 01, 2015, 10:01:21 AM

Title: বাটখারায় বিএসটিআইয়ের লোগো থাকতেই হবে
Post by: Karim Sarker(Sohel) on January 01, 2015, 10:01:21 AM
ভোক্তা পর্যায়ে সঠিক ওজন ও পরিমাপের পণ্য নিশ্চিত করতে সারাদেশে বিএসটিআইয়ের লোগোসম্বলিত বাটখারা ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এ লক্ষ্যে খুব শিগগিরই একটি গেজেট প্রকাশ করা হবে।

গেজেট প্রকাশের পর থেকে বিএসটিআইয়ের লোগো ছাড়া দেশের কোথাও কোনো ধরনের বাটখারার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হবে।

মঙ্গলবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ২৯তম কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পণ্য ও সেবার গুণগতমান নির্ধারণ, উন্নয়ন ও সংরক্ষণের লক্ষ্যে জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য রাজধানীর মানভবনে এ সভার আয়োজন করা হয়।

সভায় শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক, বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হকসহ শিল্প, মৎস্য ও প্রাণিসম্পদ, বস্ত্র ও পাট, তথ্য, কৃষি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধান তথ্য অফিসার, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, অর্থ বিভাগ, কৃষি গবেষণা কাউন্সিল, পরমাণু শক্তি কমিশন, বিসিএসআইআর, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক, বুয়েট, ইপিবি এবং এফবিসিসিআই, এমসিসিআই, ডিসিসিআই, বিসিআই, ক্যাবসহ কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য ও ভোগ্যপণ্যে ফরমালিনসহ অন্যান্য ক্ষতিকর রাসায়নিকের ব্যবহারের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়। অভিযানের স্বচ্ছতা নিশ্চিত করতে মোবাইল কোর্ট টিমে বিএসটিআই ছাড়াও কাউন্সিলের সদস্যভুক্ত মন্ত্রণালয়/সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, শিল্পোদ্যোক্তাদের হয়রানি ও কালক্ষেপণরোধে বিএসটিআই সুনির্দিষ্ট সময়ের মধ্যে টেস্টিংসহ অন্যান্য সেবা প্রদান করবে। এছাড়া ক্রেতা সাধারণের মাঝে সঠিক ওজন ও পরিমাপের পণ্য সরবরাহ করতে বাটখারা তৈরি ও বাজারজাতকালে বিএসটিআই পরিমাপ পরীক্ষণ নিশ্চিত করবে।

শিল্প ও বাণিজ্যের বাস্তবতা বিবেচনা করে আগামী তিন মাসের মধ্যে অপ্রয়োজনীয় পণ্য বাতিল ও গুরুত্বপূর্ণ পণ্য অন্তর্ভুক্ত করে বিএসটিআইয়ের বাধ্যতামূলক মানসনদের আওতাভুক্ত পণ্যের তালিকা হালনাগাদের নির্দেশনাও দেয়া হয় সভা থেকে।
Title: Re: বাটখারায় বিএসটিআইয়ের লোগো থাকতেই হবে
Post by: Talukdar Rasel Mahmud on April 10, 2015, 02:51:47 PM
ভাল পদক্ষেপ। আমাদের দেশে যেমন নিয়ম তৈরি হয়, তেমনই সেটা ভঙ্গ করার প্রবনতাও প্রবল। তাই আইনের প্রয়োগের পাশাপাশি, গন সচেতনতাও  প্রয়োজন।