Daffodil International University
Bangladesh => Law of Bangladesh => Topic started by: Karim Sarker(Sohel) on January 01, 2015, 10:04:02 AM
-
মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের গৌরবগাথা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে দেয়া ফাঁসির আদেশ পর্যবেক্ষণে এই নির্দেশ দেন।
রায়ের পর এক প্রতিক্রিয়ায় আদালতের অন্যতম প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, ‘ট্রাইব্যুনাল বীরাঙ্গনাদের গৌরবগাথা দেশের প্রতিটি স্কুল-কলেজে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার আদেশ দিয়েছেন। তাদের অবদান যেনো দেশের সব মানুষ জানতে পারে সে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয়া হয়েছে।’
মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা এটিএম আজহরুল ইসলামকে ফাঁসি দেয়ার ক্ষেত্রে গণহত্যা ও ধর্ষণের ঘটনাকে গুরুত্ব দিয়েছেন বলেও তিনি জানান।
তুরিন আফরোজ বলেন, ‘রায়ের ক্ষেত্রে আদালত বদরগঞ্জের ঝাড়ুয়ারবিল এলাকায় এক হাজার ২শ’রও বেশি নিরীহ লোককে ধরে নিয়ে গিয়ে হত্যা ও রংপুর টাউন হলের নির্যাতনের ঘটনাকে গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন।’
তিনি বলেন, ‘আজহারের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর শুনানি প্রক্রিয়ায় তাকে কখনো অনুতপ্ত হতে দেখা যায়নি। আমার মনে হয়, আদালত এই বিষয়টিও বিবেচনায় নিয়েছেন। কারণ আদালত রায় দেয়ার ক্ষেত্রে আসামি কখনো অনুতপ্ত হন কি না তা পর্যবেক্ষণ করে থাকেন।’
তিনি আরো বলেন, ‘ট্রাইবুনাল অভিমত দিয়েছেন, রায়ের পর কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে তারা আপিলের আশ্রয় নিতে পারেন। কোনোভাবেই সহিংসতার পথ বেছে নেয়া কাম্য নয়, যা করার আইনের ভেতরে থেকেই করা উচিৎ।’
-
Thanks for the post