Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Internet Technology => Topic started by: Karim Sarker(Sohel) on January 05, 2015, 11:12:38 AM

Title: সারা বিশ্বে গুগলের চমৎকার আরো কয়েকটি ক্যাম্পাস (২য় পর্ব)
Post by: Karim Sarker(Sohel) on January 05, 2015, 11:12:38 AM
চলুন দেখা যাক সারা বিশ্বে গুগলের চমৎকার আরো কয়েকটি ক্যাম্পাসের ছবিঃ

৬. এছাড়াও ভেনিস বিচের এলএ অফিসে একটি শিলা আরোহণ প্রাচীর আছে।

৭. এই আনন্দময় কর্মক্ষেত্র গুগল ডাবলিন অফিসে অবস্থিত।

৮. এটা কোন ছাদের উপরিভাগ নয় বরং নিউ ইয়র্ক শহরে অবস্থিত গুগলের অফিস।

৯. ফ্রান্সের প্যারিসে গুগল সদর দপ্তরের মাঝে রয়েছে একটি ক্লাসিক ক্রাইটেরিওন টুসিভি(2CV) গাড়ী।

১০. নিউইয়র্ক সিটির অফিসে আপনি চাইলে একটু বিরতি নিয়ে কিছুক্ষণ গিটার বাজাতে বা গেমস খেলতে পারবেন।