Daffodil International University

IT Help Desk => News and Product Information => Topic started by: Karim Sarker(Sohel) on January 05, 2015, 12:57:01 PM

Title: বছরে একদিন বন্ধ থাকবে ফেসবুক
Post by: Karim Sarker(Sohel) on January 05, 2015, 12:57:01 PM
গত ৩১ ডিসেম্বর জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রধান জাকারবার্গ পরামর্শ চেয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। এতে কমেন্ট আকারে লাখ লাখ পরামর্শ জমা পড়ে যেখানে বেশী ছিল বছরে একবার ২৪ ঘণ্টার জন্য ফেসবুক বন্ধ রাখার পরামর্শ।

আর এই পরামর্শের ভিত্তিতে ফেসবুক সিইও বছরে একবার পুরো এক দিনের জন্য সাইটটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অ্যান্টনি ফার্গুসন নামের এক ফেসবুক কর্মকর্তা জানিয়েছেন, জাকারবার্গ ২৪ ঘণ্টার জন্য ফেইসবুক বন্ধ করার কথা ভাবছেন। বাস্তব জীবনের কোনো নতুন ব্যক্তি বা বিষয় নিয়ে ব্যবহারকারীদের চিন্তা-ভাবনার জন্য এটা করা হবে।

দেখা গেছে ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহারের ফলে অন্য কোন কিছুতে আর সময় দিতে পারছেনা। আর এতে করে তার চিন্তার ও জানাশোনার পরিধিও দিন দিন কমে যাচ্ছে।