Daffodil International University

Health Tips => Food and Nutrition Science => Topic started by: Karim Sarker(Sohel) on January 05, 2015, 03:36:58 PM

Title: পুষ্টিগুণে ভরা চিরচেনা লাউ
Post by: Karim Sarker(Sohel) on January 05, 2015, 03:36:58 PM
লাউ একটি আদর্শ সবজি হিসেবে সবার কাছেই পরিচিত। শুধু সবজি নয়, মোরব্বা হিসেবেও এর কদর অনেক। বাজারে প্রায় সারা বছর নানা জাতের, নানা আকারের লাউ পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম লাউয়ে রয়েছে জলীয় অংশ ৯৬.১০ গ্রাম, আঁশ ০.৬ গ্রাম, খাদ্যশক্তি ১২ কিলোক্যালরি, প্রোটিন ০.২ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, শর্করা ২.৫ গ্রাম। খনিজ উপাদানের মধ্যে ক্যালসিয়াম ২০.০ মিলিগ্রাম, আয়রন ০.৭ মিলিগ্রাম ছাড়াও সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিংক, ফসফরাস ও সেলেনিয়াম রয়েছে। আসুন আজ

জেনে নেয়া যাক চিরচেনা লাউয়ের উপকারী গুণ..

- লাউয়ে প্রচুর পানি থাকে, যা দেহের পানির পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে।

- প্রস্রাবের সংক্রমণজনিত সমস্যা দূর হয়। কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে।

- উচ্চ রক্তচাপবিশিষ্ট রোগীদের জন্য এটি আদর্শ সবজি।

- কোষ্ঠকাঠিন্য, পাইলস, পেট ফাঁপা প্রতিরোধে সহায়ক।

- এই সবজি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ইনসমনিয়া বা নিদ্রাহীনতা দূর করে পরিপূর্ণ ঘুমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

- লাউয়ে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস, যা দেহের ঘামজনিত লবণের ঘাটতি দূর করে। দাঁত ও হাড়কে মজবুত করে।

- চুলের গোঁড়া শক্ত করে, চুল সাদা হয়ে যাওয়া প্রতিরোধ করে।
Title: Re: পুষ্টিগুণে ভরা চিরচেনা লাউ
Post by: Mosammat Arifa Akter on February 25, 2015, 04:16:34 PM
Thanks for sharing..