Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: mostafiz.eee on January 05, 2015, 05:28:16 PM

Title: গরিলা গ্লাস
Post by: mostafiz.eee on January 05, 2015, 05:28:16 PM
গরিলা গ্লাস হলো অ্যালকালি-অ্যালোমিনোসিলিকেট যৌগের তৈরি এক ধরনের মজবুত ও শক্তিশালী ডিসপ্লে। বর্তমানে মটোরোলা, স্যামসাং এবং নকিয়ার মতো বিখ্যাত নির্মাতাপ্রতিষ্ঠানগুলো তাদের স্মার্টফোনে পর্দাটি ব্যবহার করছে। এই গ্লাস তৈরির উপাদানগুলো প্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহার করা যায়।
বাংলাদেশে গরিলা গ্লাস ব্যবহার করা সেটগুলো হচ্ছে 'ওয়ালটন এইচ২', 'ওয়ালটন প্রিমো এক্স১', 'ওয়ালটন প্রিমো এক্স১ ২', 'ওয়ালটন আর২' এবং 'সিম্ফনির এক্সপ্লোরার জেও২' প্রভৃতি।
সুবিধা : এটি স্মার্টফোনের পর্দাকে আঁচড় ও দাগ থেকে সুরক্ষা দেয়। গরিলা গ্লাস ৩-এ ব্যবহার করা হয়েছে অ্যান্টিব্যাকটেরিয়া। ফলে মোবাইলে স্বাভাবিকের চেয়ে অনেক কম জীবাণুর জন্ম হবে।
অসুবিধা : এই ডিসপ্লে অপেক্ষাকৃত দামি।

Title: Re: গরিলা গ্লাস
Post by: tanvir28 on March 04, 2015, 12:22:07 AM
informative.