Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: shan_chydiu on January 06, 2015, 01:52:57 PM

Title: আটা ও ময়দার এমন ৭ টি অজানা ব্যবহার, যা আপনি আগে জানতেন না
Post by: shan_chydiu on January 06, 2015, 01:52:57 PM
আটা ও ময়দা আমরা সাধারণত রুটি, পরোটা এবং পিঠা ধরণের খাবার তৈরির কাজেই ব্যবহার করে থাকি। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে খাবার তৈরি ছাড়াও আটা বা ময়দার রয়েছে আরও নানা ব্যবহার। এবং এই সকল ব্যবহার সম্পর্কে আমরা অনেকেই জানি না। চলুন তবে আজকে জেনে নিই আটা ও ময়দার কিছু অজানা কার্যকরী ব্যবহার সম্পর্কে।

১) আঠা তৈরি
কোনো কাজে আঠা লাগবে, কিন্তু বাড়িতে কোথাও আঠা খুঁজে পাচ্ছেন না? তাহলে এক কাজ করুন। ২ টেবিল চামচ আটা বা ময়দায় পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করে তা চুলায় জ্বাল করতে থাকুন। কিছুক্ষণ পর যখন দেখবেন মিশ্রণটি ফুটে পানের গায়ে লেগে যাচ্ছে বুঝবেন আপনার আঠা তৈরি হয়ে গিয়েছে। এই আঠা বেশ শক্তিশালী।

২) ড্রাই শ্যাম্পু হিসেবে
চুল শ্যাম্পু করা নেই কিন্তু বাইরে গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতে হবে। ভাবছেন কি করবেন? চুলে কিছুটা ময়দা বা আটা ছিটিয়ে নিন। এরপর চুল ভালো করে আঁচড়ে নিন। ময়দা বা আটা চুলের তেল শুষে নেবে। এরপর ভালো করে চুল ঝেড়ে ময়দা ঝেড়ে ফেলুন। শ্যাম্পু করার ঝামেলা থেকে বেঁচে যাবেন।

৩) পোকা মাকড় দূর করতে
ঘরের জানালায় পুরু করে ময়দা বা আটার একটি লাইন তৈরি করে দিন। এতে করে পিঁপড়া বা অন্যান্য পোকামাকড় ঘরে ঢুকবে না। এছাড়া যখন পিঁপড়ার কোনো লাইন দেখতে পাবেন তখন তার উপরেও ছিটিয়ে দিতে পারেন আটা বা ময়দা।

৪) কপারের জিনিসপত্র পরিষ্কার করতে
সমপরিমাণ লবণ, ভিনেগার ও ময়দা বা আটা নিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ কপারের জিনিসের উপরে লাগান। শুকিয়ে এলে ঘষে তুলে ফেলুন। ব্যস, দেখবেন একেবারে ঝকঝকে হয়ে গিয়েছে।

৫) প্রাকৃতিক স্ক্রাব
ত্বকের জন্য স্ক্রাবিং অনেক বেশি জরুরী। এবং কেমিক্যাল সমৃদ্ধ স্ক্রাবারের চাইতে প্রাকৃতিক স্ক্রাবারের গুণ অনেক বেশি। ১ চা চামচ আটা বা ময়দায় ১ চা চামচ দুধ নিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এটি মুখে লাগিয়ে অল্প শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর আঙুলের আগা দিয়ে ঘষে ঘষে মুখ পরিষ্কার করে নিন। সব চাইতে ভালো ফল পাবেন যদি চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন।

৬) ফল পাকাতে
ভুল করে কিনে ফেলেছেন সামান্য কাঁচা কলা বা অন্য ফল? তাহলে তা ময়দা বা আটার ভেতর রেখে দিন। ১ দিনেই বেশ পেকে যাবে ফল।

৭) আলু গাছের পোকা তাড়াতে
শখ করে লাগানো আলু গাছ পোকামাকড়ের যন্ত্রণায় ঠিক রাখতে পারছেন না? গাছের উপরে ছিটিয়ে দিন ময়দা বা আটা। পোকামাকড়ের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন।
Title: Re: আটা ও ময়দার এমন ৭ টি অজানা ব্যবহার, যা আপনি আগে জানতেন না
Post by: sayma on January 12, 2015, 10:01:12 AM
very helpful post...
Title: Re: আটা ও ময়দার এমন ৭ টি অজানা ব্যবহার, যা আপনি আগে জানতেন না
Post by: irina on February 03, 2015, 01:03:32 PM
Really I didn't know that.
Thank you.
Title: Re: আটা ও ময়দার এমন ৭ টি অজানা ব্যবহার, যা আপনি আগে জানতেন না
Post by: Mosammat Arifa Akter on February 22, 2015, 05:52:01 PM
thanks for sharing..
Title: Re: আটা ও ময়দার এমন ৭ টি অজানা ব্যবহার, যা আপনি আগে জানতেন না
Post by: shirin.ns on February 25, 2015, 04:12:16 PM
thanks for sharing.....
Title: Re: আটা ও ময়দার এমন ৭ টি অজানা ব্যবহার, যা আপনি আগে জানতেন না
Post by: fernaz on March 08, 2015, 06:23:32 PM
Good Post.
Title: Re: আটা ও ময়দার এমন ৭ টি অজানা ব্যবহার, যা আপনি আগে জানতেন না
Post by: Shabnam Sakia on March 10, 2015, 11:48:57 AM
very interesting things