Daffodil International University
Famous => History => Topic started by: Karim Sarker(Sohel) on January 06, 2015, 02:10:25 PM
-
ইতিহাস খ্যাত ফেরাউনের এক স্ত্রীর কবর আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা।
মিশরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আবু সিরে অবস্থিত মিশরের ফেরাউন বা ফারাও রাজবংশের একটি রাজকীয় সমাধিস্থলে এই কবরের খোঁজ পান চেক প্রত্নতত্ত্ববিদরা।
তাদের ধারণা কবরটি অন্যতম ফেরাউন নেফেরেফরের স্ত্রীর। এখন থেকে সাড়ে চার হাজার বছর আগে মিশর শাসন করতেন ফেরাউন বা ফারাও নেফেরেফরে।
মিশরের প্রত্নতত্ত্ববিষয়ক মন্ত্রী মামদুহ আল দামাতি ফেরাউনের ওই স্ত্রীকে খেনতাকায়েস তৃতীয় হিসেবে উল্লেখ করেন।
কবরটি আবিষ্কৃত হয় ফেরাউন নেফেরেফরের সমাধি কমপ্লেক্সের কাছাকাছি স্থান থেকে। কবরের গায়ে প্রাচীন মিশরীয় হরফে রানীর নাম উল্লেখ ছিলো।
মিশনে নেতৃত্বদানকারী চেক ইনস্টিটিউট অব ইজিপ্টোলজি মিশনের প্রধান মিরোস্লাভ বারতা বলেন, কবরের অবস্থান তাদের বিশ্বাস করায় যে ওই নারী ফেরাউনের স্ত্রী। হাজার হাজার বছর আগে এই আবু সির এলাকায় অবস্থিত ছিলো প্রাচীন মিশরীয় রাজধানী মেমফিসের রাজকীয় সমাধি ক্ষেত্র।
-
Thank you for the post