Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: rakib_hasan on January 06, 2015, 04:01:43 PM

Title: জুতা দিয়ে মোবাইল চার্জ!
Post by: rakib_hasan on January 06, 2015, 04:01:43 PM
মোবাইল ফোনের চার্জ দেয়া নিয়ে আমরা নানা ঝামেলায় পড়ে থাকি। এ ধরণের সমস্যা দূর করতে বাজারে আসছে বিশেষ এক ধরণের জুতা। পথ চলার প্রতি ধাপে উৎপন্ন হবে বিদ্যুৎ! ‘সোলপাওয়ার এনসোলস’ জুতা পায়ে কিছু পথ হাঁটলে একটি মোবাইল ফোন চার্জ দেওয়া সম্ভব হবে। জুতার বাইরের অংশে একটি পাওয়ার প্যাক স্থাপন করা হবে যেন হাঁটার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপন্ন হয়। যা দিয়ে মোবাইল ফোন রিচার্জ করা হবে।

এই প্রযুক্তির উদ্যোক্তা ডেভিট ডেভিটিয়ান বলেন, আমরা এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করতে ‍যাচ্ছি যখন জুতা পায়ে হাঁটলেই বিদ্যুৎ উৎপন্ন হবে এবং ব্যাটারিতে সংরক্ষিত হবে। পাওয়ার প্যাকের সঙ্গে একটি ইউএসবি পোর্ট থাকবে যার মাধ্যমে বিভিন্ন ধরনের স্মার্টফোনে চার্জ দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, এটা এখনও প্রক্রিয়াধীন, সাধারণত আমরা যে ধরনের জুতা ব্যবহার করে থাকি, সেগুলোতে এ প্রযুক্তি স্থাপনের চেষ্টা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এটা বাজারজাত করা হবে।

Source: tunerpage.com