Daffodil International University
Health Tips => Protect your Health/ your Doctor => Children => Topic started by: Karim Sarker(Sohel) on January 06, 2015, 05:45:58 PM
-
জন্মের সঙ্গে সঙ্গে কি কোনো শিশুর দাঁত গজাতে পারে? ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকের ‘মাড়িতে দাঁত’ দেখতে পেলে অভিভাবকেরা বিষয়টাকে সহজভাবে নিতে পারেন না। নানা কুসংস্কার ও দুশ্চিন্তায় উদ্বিগ্ন হয়ে ওঠেন।
বিষয়টা কিন্তু অত অদ্ভুতুড়ে নয়। সত্যি বলতে কি, প্রতি দুই হাজার নবজাতক শিশুর মধ্যে একজন এমন জন্মকালীন দাঁত নিয়ে জন্মাতে পারে। সচরাচর এটি চোয়ালের বা নিচের মাড়ির দুই মধ্য দন্ত নিয়ে প্রকাশ পায়।
নবজাতক শিশুর প্রথম মাসেও দাঁত গজাতে পারে—এটাও অস্বাভাবিক নয়। তবে এসব দাঁত সাধারণভাবে মাড়ির সঙ্গে আলগাভাবে আটকে থাকে। অস্থি বা শেকড়মূল তত সুদৃঢ় হয় না।
কোনো কোনো সময় অতিরিক্ত একটা দাঁত বা সময়ের আগে গজানো দাঁতও দেখা যেতে পারে। এক্স-রের মাধ্যমে এ দুটোর পার্থক্য নিরূপণ করা যায়। তবে জন্মকালীন দাঁতের সঙ্গে শিশুর অন্যান্য জন্মত্রুটি যেমন তালুকাটা, পিয়েরি রোবিন সিনড্রোম ইত্যাদি জড়িত থাকতে পারে। ১৫ থেকে ২০ শতাংশ ক্ষেত্রে পারিবারিক ইতিহাস মেলে।
তবে কি এই জন্মকালীন দাঁতের জন্য কোনো সমস্যা হতে পারে? জন্মকালীন বা নবজাতক বয়সে দাঁত থাকার কারণে শিশু ব্যথা পেতে পারে। তার খাবার গ্রহণে অসুবিধা হয়। বুকের দুধ খাওয়ানোর সময় দাঁতের কামড় বা আঁচড়ে দুগ্ধদানকারী মা অস্বস্তি অনুভব করেন। আবার দাঁত যদি নড়বড়ে থাকে তবে তা হঠাৎ ছুটে গিয়ে শ্বাসনালিতে চলে যাওয়ার ভয় থাকে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শমতো ব্যবস্থা নেওয়া যেতে পারে।
বিভাগীয় প্রধান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতা|
Collected