Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: rakib_hasan on January 07, 2015, 12:54:39 PM

Title: সেকেন্ডে ১০ জিবি ইন্টারনেট
Post by: rakib_hasan on January 07, 2015, 12:54:39 PM
তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ডায়াল-আপ ব্যবস্থার উন্নতির লক্ষে গুগল কিছুদিন আগে কাজ শুরু করেছিল গুগল ফাইবার নিয়ে। তারই ফলশ্রুতিতে গুগল এবার আনছে ১০০০ গুন দ্রুতগতির ইন্টারনেট স্পীড। যা ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে একটি চমক হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে যে গতির ইন্টারনেট পাওয়া যায় তা থেকে প্রায় ১০০০ গুন বেশি হবে গুগলের ১০ জিবি ইন্টারনেটের বেগ। কোন ধরনের থার্ড-পার্টি সফ্টওয়্যারের অবকাঠামোগত অবলম্বন ছাড়াই ১০ জিবি বেগের ইন্টারনেটে ব্যবহারকারীরা যে কোন কিছু ডাউনলোড করতে পারবেন।
গুগল ২০১১ সালে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে স্থাপন করেন গুগল-ফাইবার ল্যাব। গুগল ফাইবার ব্রডব্যন্ড ইন্টারনেট সংযোগে এক টেরাবাইট তথ্য স্থানান্তর নিয়ে কাজ করছে। প্রযুক্তির অবিশ্বাস্য বিবর্তনে হয়তো বা খুব বেশি দিন দূরে নেই যেদিন আমরাও পাবো প্রতিসেকেন্ডে ১০ জিবি ইন্টরনেট।
 :D :D :D ;) ;) ;)

Source: Tunerpage