Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: Karim Sarker(Sohel) on January 07, 2015, 02:34:41 PM
-
চার জিবি র্যাম দিয়ে জেনফোন২ নামের একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে আসুস। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনের ইলেকট্রনিক কনজুমার শো (সিইএস) উপলক্ষে এই ফোনটি উন্মুক্ত করেছে আসুস।
আসুস জানিয়েছে, সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ফুল এইচডি ডিসপ্লের ফোনটিতে ট্রুভিভিড নামের বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যাতে ডিসপ্লের পারফরম্যান্স আরও উন্নত হবে।
স্মার্টফোনটিতে থাকছে ২.৩ গিগাহার্টজ ৬৪বিট ইনটেল অ্যাটম প্রসেসর। এই ফোনটি গেম খেলার জন্যও বিশেষ সুবিধা দেবে।
ফোরজি সুবিধার ফোনটি দুই সিম সমর্থন করে। স্টোরেজের ভিত্তিতে ১৬, ৩২ ও ৬৪ গিগাবাইট মডেলে এটি বাজারে পাওয়া যাবে। স্মার্টফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। অ্যান্ড্রয়েড কিটক্যাট সমর্থিত ফোনটিতে তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। ফোনটিতে দ্রুত চার্জ দেওয়ার জন্য বিশেষ প্রযুক্তিও রয়েছে।
Collected.