Daffodil International University
Faculty of Engineering => EEE => Topic started by: abdussatter on January 08, 2015, 08:16:09 AM
-
মিশরে চেক প্রজাতন্ত্রের একটি প্রত্নতাত্তিক দল পুরনো এক সমাধির সন্ধান পেয়েছে। এটি কয়েক হাজার বছর আগের কোনো এক রানীর সমাধি বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কায়রোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবুসির এলাকায় সমাধিটির সন্ধান মেলে। আবুসিরে ফেরাউন নেফেরিফ্রে বাড়ি ছিল এবং তার সমাধি কমপ্লেক্সেই এর সন্ধান মেলে। নেফেরিফ্রে ৪,৫০০ বছর আগের শাসক ছিলেন। সমাধিটি তার স্ত্রীর বলেই ধারণা করা হচ্ছে।
মিশরের পুরাতত্ত্ব বিষয়কমন্ত্রী মামদুল ইল- দামাটি এএফপিকে জানিয়েছেন, প্রথমবারের মতো আমরা এই রানীর নাম জানতে পেরেছি। তার নাম তৃতীয় খেন্তাকাবেস। সমাধিটি আবিষ্কারের আগে এই রাণীর নাম অজানা ছিল। এক কর্মকর্তা জানান, সমাধিটি পঞ্চম রাজবংশের শাসনামলের (২৯৯৪-২৩৪৫ খ্রিস্টপূর্ব)। একটি শিলালিপিতে খোদাই করে লেখা ছিল- এটির মালিক রাজার স্ত্রী। প্রত্নতাত্তিক দলটি চুনাপাথর ও দস্তা দিয়ে তৈরি করা প্রায় ৩০টি পাত্রেরও সন্ধান পেয়েছে।
মন্ত্রী আরো বলেন, এই আবিষ্কার আমাদের পঞ্চম রাজবংশের অনেক অজানা তথ্য জানতে সাহায্য করবে; যা চতুর্থ রাজবংশের মতোই প্রথম পিরামিড নির্মাণের সাক্ষী।
Source: বিডি-প্রতিদিন/ ৭ জানুয়ারি ২০১৫
-
রানীর নাম এত অদ্ভুত কেন?
-
:D :D ;D