Daffodil International University
Faculty of Humanities and Social Science => Law => Topic started by: AbdurRahim on January 13, 2015, 04:50:29 PM
-
মানুষের মল থেকে ‘সংগ্রহ করা’ পানি পান করেছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। পানি বিশুদ্ধ করার একটি পদ্ধতির নির্ভরযোগ্যতার প্রমাণ দিতে গিয়ে এ কাজ করেন তিনি।
Print Friendly and PDF
1
3
679
পানি বিশুদ্ধ করার এই প্রযুক্তিটি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আশা ব্যক্ত করেন বিল গেটস। আর্ন্তজার্তিক সাহায্য সংস্থা ‘ওয়াটার এইড’-এর কাছেও প্রকল্পটি সমাদৃত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ওয়াটার এইডের চালানো সমীক্ষা থেকে জানা যায়, পৃথিবীতে প্রায় ৭৪.৮ কোটি মানুষ দূষিত পানি পান করতে বাধ্য হয়।
বিল গেটসের নিজস্ব ব্লগে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, তিনি মানুষের মল থেকে পরিশোধিত পানি পান করছেন। পোস্টটিতে তিনি বলেন, “এই প্রক্রিয়ায় পাওয়া পানি যে কোনো বোতলজাত পানির চেয়েও বেশি সুস্বাদু। আমি এই প্রযুক্তির উপরে এতটাই বিশ্বাস করি যে এই পানি প্রতিদিন পান করতেও আমার কোনো অসুবিধা হবে না”।
ভিডিওতে বিল গেটস এ পদ্ধতির উদ্ভাবনকারীদের প্রশ্ন করেন, “কেন প্রযুক্তিবিদরা অন্য উৎস বাদ দিয়ে মানুষের মল থেকে পানি বা বিদ্যুৎ উৎপাদনের কথা চিন্তা করবেন?” জবাবে ‘অমনিপ্রসেসর সিস্টেম’-এর প্রতিনিধি পিটার জানিক্কি জানিয়েছেন, পৃথিবীতে প্রতিবছর প্রায় ৭০ লাখ শিশু কেবল সঠিক পয়ঃনিষ্কাষণ ব্যবস্থার অভাবে মারা যায় এবং এই অপরিচ্ছনতা অনেক শিশুর সঠিক শারীরিক ও মানসিক উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন, ‘মানুষের তৈরি বর্জ্য পরিশোধনের মাধ্যমেই শিশু মৃত্যুহার কমিয়ে তাদেরকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়া সম্ভব’।
বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটসের তৈরি দাতাসংস্থা বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এ প্রকল্প পরিচালনায় অর্থসহায়তা দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
-
:o