Daffodil International University

Health Tips => Food and Nutrition Science => Topic started by: Mafruha Akter on January 14, 2015, 09:41:35 AM

Title: ইনস্ট্যান্ট নুডলস যেভাবে আমাদের দেহের মারাত্মক ক্ষতি করছে:
Post by: Mafruha Akter on January 14, 2015, 09:41:35 AM
বাচ্চাদের টিফিনে, পিকনিকে কিংবা দ্রুত ক্ষুধা নিবারনের জন্য ইনস্ট্যান্ট নুডলস খুব বেশি জনপ্রিয়। কিন্তু আপনি কি জানেন এই ইনস্ট্যান্ট নুডলস আমাদের দেহের জন্য কত বেশি ক্ষতিকর। একটি গবেষণায় এসেছে যে ইনস্ট্যান্ট নুডলসে এত বেশি পরিমানে সোডিয়াম আছে যা আমাদের দেহে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক এবং কিডনির ক্ষতি করে থাকে। এর পরও দিন দিনই পুরো বিশ্বে বৃদ্ধি পাচ্ছে এই ইনস্ট্যান্ট নুডলসের চাহিদা। কিন্তু এই খাবারটিকে জাঙ্ক ফুড হিসেবে ধরা হয়। প্রতি প্যাকেট ইনস্ট্যান্ট নুডলসে প্রচুর পরিমানে কার্বোহাইড্রেট, সোডিয়াম অ অন্যান্য উপাদান আছে যা ক্ষতিকর কিন্তু ভিটামিন, ফাইবার, খনিজ পদার্থ নেই বললেই চলে। চলুন তাহলে জেনে নেই কেন ইনস্ট্যান্ট নুডলস আমাদের দেহের জন্য ক্ষতিকর।

১। পুষ্টির বিশেষণঃ ৫ বছরের ছোট কোন বাচ্চকেই ইনস্ট্যান্ট নুডলস খাওয়ানো থেকে বিরত থাকুন। কারণ এতে কোন স্বাস্থ্যকর উপাদান নেই।

২। ক্যান্সারে আক্রান্তের জন্য দায়ীঃ ইনস্ট্যান্ট নুডলসের একটি বিশেষ উপাদান ‘স্টাইরোফম’ যা আমাদের দেহে ক্যান্সারের কোষ গঠন করার অন্যতম কারণ।

৩। গর্ভবতী নারীর জন্য ক্ষতিকরঃ গর্ভকালীন অবস্থায় অনেক নারী ইনস্ট্যান্ট নুডলস খেয়ে থাকেন। কিন্তু এই সময়ে দেহে প্রয়োজন ভিটামিন, ফাইবার, খনিজ পদার্থ জাতীয় খাদ্য। এবং যেহেতু এটি একটি জাঙ্ক ফুড তাই এই খাবার না খাওয়াই উত্তম।

৪। শুধুমাত্র কার্বোহাইড্রেটঃ এই ইনস্ট্যান্ট নুডলসে কোন স্বাস্থ্যকর উপাদান নেই কার্বোহাইড্রেট ছাড়া। তাই এই খাবারকে জাঙ্ক ফুড হিসেবেই ধরা হয়।

৫। অতিরিক্ত সোডিয়ামঃ ইনস্ট্যান্ট নুডলসে আছে অনেক বেশি পরিমানে সোডিয়াম যা আমাদের দেহের হৃদপিণ্ড ও কিডনির জন্য ক্ষতিকর।

৬। এমএসজীঃ মনোসোডিয়াম গ্লুটামেট নামের এক ধরণের ফ্লেভার ব্যবহার করা হয় ইনস্ট্যান্ট নুডলসে এবং এই ফ্লেভারের জন্য যে সকল মানুষের এলারজি আছে তাদের মাথাব্যথা, শরীরে ব্যথা, বিভিন্ন সমস্যা দেখা দেয়।

৭। অতিরিক্ত ওজনঃ মোটা হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হল নুডলস খাওয়া। নুডলসে যে পরিমানে সোডিয়াম আছে তা আমাদের দেহের অতিরিক্ত পানি ধরে রাখে এবং এই কারণে আমাদের দেহের ওজন বৃদ্ধি পায়। আর ওজন বেড়ে গেলে তা আমাদের হার্টের জন্য ক্ষতিকর।

৮। হজম শক্তিতে সমস্যাঃ ইনস্ট্যান্ট নুডলস আমাদের দেহের হজম শক্তির জন্য খুব খারাপ। প্রতিদিন ইনস্ট্যান্ট নুডলস খেলে আমাদের দেহে হজম শক্তিতে সমস্যা দেখা দিতে পারে।

৯। রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়ঃ ইনস্ট্যান্ট নুডলসে প্রপাইলেন গ্লাইকল উপাদান আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং এই কারণে আমাদের কিডনি, লিভার ও হার্ট এর ক্ষতি হয়।

১০। দেহে রাসায়নিক পরিবর্তনঃ প্রতিদিন ইনস্ট্যান্ট নুডলস খেলে তা আমদের দেহে রাসায়নিক পরিবর্তন সঠিক ভাবে হতে বাধা দেয়। কারণ ইনস্ট্যান্ট নুডলসে অবস্থিত অ্যাডিটিভস, রং ও প্রিজারভেটিভ থাকে তা দেহের রাসায়নিক বিক্রিয়াতে বাধা প্রদান করে।
Title: Re: ইনস্ট্যান্ট নুডলস যেভাবে আমাদের দেহের মারাত্মক ক্ষতি করছে:
Post by: Mosammat Arifa Akter on February 25, 2015, 04:16:09 PM
Thanks for sharing..
Title: Re: ইনস্ট্যান্ট নুডলস যেভাবে আমাদের দেহের মারাত্মক ক্ষতি করছে:
Post by: mahmud_eee on June 18, 2015, 09:42:47 AM
new information.....taking this thing for many years. thanks for sharing