Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: Karim Sarker(Sohel) on January 14, 2015, 04:54:29 PM

Title: এবার টিভি হবে গোলাকার
Post by: Karim Sarker(Sohel) on January 14, 2015, 04:54:29 PM
টিভি আবিষ্কৃত হওয়ার পর থেকেই টিভি বর্গাকৃতির। চারকোণা আয়তাকার টিভিও দেখা যাচ্ছে অনেকদিন ধরে। তবে এবার মনে হয় চারকোণা টিভির দিন শেষ হয়ে আসছে। ভবিষ্যতের টেলিভিশন হবে গোলাকার। অন্তত এমন আভাসই দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

আর কিছুদিন পর ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের নতুন প্রযুক্তির টেলিভিশন বাজারে আসবে বলে কিছুটা আভাস দিয়েছেন বিজ্ঞানীরা। ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের ওই টিভি মানুষকে দেবে এক ভিন্ন ধরণের স্বাদ।

সম্প্রতি বিশ্ব বিখ্যাত সংবাদ মাধ্যম এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের মধ্যেই ৩৬০ ডিগ্রি কোণের টেলিভিশন বাজারে আনতে যাচ্ছে কনজিউমার ইলেকট্রনিক্স।

অত্যাধুনিক প্রযুক্তির এই টেলিভিশন তৈরিতে ফরাসি ভিডিও সফটওয়্যার কোম্পানি আতিমি ও ব্রিটেনভিত্তিক পাফারফিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে।

Collected....