Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: Karim Sarker(Sohel) on January 17, 2015, 11:11:28 AM

Title: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিপদ সংকেত
Post by: Karim Sarker(Sohel) on January 17, 2015, 11:11:28 AM
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে বিপদ সংকেত পেয়েছে নাসা। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, আইএসএস থেকে তারা তাদের স্টেশন ক্রুদের সরিয়ে নিচ্ছেন।

মহাকাশ স্টেশনে লিক হয়ে অ্যামোনিয়া গ্যাস নির্গত হচ্ছে দাবি করে নাসা যুক্তরাষ্ট্রের অংশ থেকে ক্রুদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

বিবিসি অনলাইনের এক খবরে বুধবার রাতে এ তথ্য জানানো হয়েছে।

এ দিকে বিবিসি জানিয়েছে, এখন নাকি নাসা বলছে, কম্পিউটার ঘটিত সমস্যার কারণে ভুল সকর্ত বার্তা এসে গেছে। আইএসএসে কোনো সমস্যা হয়নি বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা।

একই রকম কথা বলেছে রাশিয়া। দেশটির মহাকাশ সংস্থা জানিয়েছে, তাদের ক্রুরা মহাকাশ স্টেশনে ভালো আছেন। কোনো ত্রুটি শনাক্ত করতে পারেননি।

রাশিয়ার পক্ষ থেকে আরো জানানো হয়েছে, নাসার কাছ থেকে সকর্ত বার্তা পাওয়ার পর দ্রুত তারা নাসার সঙ্গে একযোগে মহাকাশ ক্রুদের নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেন। তবে কিছু সময়ের মধ্যে তারা নিশ্চিত হন, রুশ ক্রুরা কোনো সংকটে পড়েননি। এমনকি মহাকাশ স্টেশনেও কোনো সমস্যা হয়নি।

Collected....
Title: Re: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিপদ সংকেত
Post by: Karim Sarker(Sohel) on January 17, 2015, 11:12:59 AM
ছবিতে দেখুন......।