Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Internet Technology => Topic started by: Karim Sarker(Sohel) on January 17, 2015, 11:17:04 AM
-
সম্প্রতি সার্চ জায়ান্ট গুগল তাদের ট্রান্সলেট অ্যাপ আপডেট করেছে। আর এই আপডেটের কারনে ব্যবহারকারীর স্মার্টফোনটি হয়ে উঠবে তার সেরা বন্ধু। যেকোনো প্রিন্ট টেক্সট মুহূর্তেই অনুবাদ করে দিবে গুগলের এই অ্যাপ।
প্রায়ই ভ্রমনের সময় দেখা যায় নতুন জায়গার ভাষা বোঝা যায়না। আর তাই নির্দাশাবলি বুঝতে ভ্রমণকারিরকে অনেক কাঠখড় পোড়াতে হয়। এমনকি অনেক সময় অর্থও খরচ করতে হয়। তবে এখন আর তা করতে হবেনা কেননা নতুন ভাষার লেখাটির একটি স্ক্রিন শট ফোনে নিলেই ফোন সেই কথাটির সঠিক অর্থ স্ক্রিনে দেখাবে। এর জন্য আলাদা করে ব্যবহারকারীর ফোনে ইন্টারনেট অথবা ডেটা সংযোগ থাকতে হবেনা।
ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ভার্সনে চলবে। এই ফিচারে ব্যবহারকারীকে ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, পর্তুগিজ, রাশিয়ান এবং স্প্যানিশ টেক্সটকে ইংরেজিতে অনুবাদ করে দিবে।
Collected.....