Daffodil International University

Health Tips => Protect your Health/ your Doctor => Children => Topic started by: Karim Sarker(Sohel) on January 19, 2015, 10:25:57 AM

Title: কম্পিউটার - এ অতিরিক্ত গেম খেলা সাস্থের জন্য হুমকি
Post by: Karim Sarker(Sohel) on January 19, 2015, 10:25:57 AM
সাবওয়ে সার্ফ, ক্যান্ডি ক্রাশ না ক্রিমিনাল কেস? কোন গেমটা খেলতে গিয়ে সব ভুলে যান আপনি? পারলে খাওয়া-দাওয়া ফেলে সব কাজ ছেড়ে শুধু এক মনে খেলে যান? মোদ্দা কথা হল, আপনি কি গেম অ্যাডিক্ট?

তাহলে এখনই সাবধান হোন। না-হলে আপনার অবস্থাও হতে পারে তাইওয়ানের বছর ৩২-এর শিয়েহ-র মতো। টানা তিন দিন ধরে গেম খেলতে খেলতে সাইবার কাফেতেই মৃত্যু হল শিয়েহ-র। কম্পিউটারের সামনে উপুড় হয়ে থাকা তাঁর মৃতদেহ দেখে প্রখমে কিছু বুঝতে পারেননি তাইপেই-এর ওই কাফের কর্মচারিরা। মাঝেমধ্যেই শিয়েহ ওখানে বসে টানা কয়েক দিন ধরে গেম খেলতেন বলে জানিয়েছেন তাঁরা। ক্লান্ত হয়ে পড়লে টেবিলে মাথা রেখেই একটু জিরিয়ে নিতেন। এবারও তাই বিশেষ কিছু সন্দেহ করেননি কেউ। কিছুক্ষণ পরে শিয়েহ-র শ্বাস-প্রশ্বাস পড়ছে না, এটা বুঝতে পেরে কাফের কর্মচারিরাই হাসপাতালে খবর দেন।

ডাক্তার এসে পরীক্ষা করে টানা অতিরিক্ত গেম খেলার জন্য হঠাত্‍ শিয়েহ-র হৃদযন্ত্র বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন। এর আগেও একবার ওই কাফেতে একই ঘটনা ঘটেছিল। সেবারও টানা কয়েক দিন ধরে গেম খেলতে গিয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। তবে সবচেয়ে আশ্চর্যের হল, পুলিশ এসে যখন শিয়েহ-র মৃত্যুর তদন্ত করছে, তখনও আশ-পাশের টেবিলে খেলায় বুঁদ অন্য খেলুড়েরা। মুখ তুলে তাকানোরও সময় নেই তাঁদের।

Collected from Bangladesh today