Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: mostafiz.eee on January 20, 2015, 08:21:54 PM

Title: Incandescent Bulb
Post by: mostafiz.eee on January 20, 2015, 08:21:54 PM
প্রচলিত বৈদ্যুতিক বাল্ব বলতে যেটিকে বুঝায়, এটি সেটিই। এগুলোর কয়েকটি অংশ আছে, যেমনঃ ইলেকট্রিক্যাল কন্টাক্ট, যাকে হোল্ডার এর সাথে যুক্ত করতে হয়; সংযোগকারী তার, যার একদিক ফিলামেন্টের সাথে যুক্ত থাকে; এবং একটি রেসিস্টিভ ফিলামেন্ট(মূলত টাংস্টেন, এই ধরনের ফিলামেন্টে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ বৃদ্ধি পায়)। সংযোগকারী তারের মধ্য দিয়ে ফিলামেন্টে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায় , এতে ফিলামেন্ট উপাদানের ইলেক্ট্রনসমূহ উত্তেজিত হয় এবং বাইরের ইলেক্ট্রন এর প্রবাহকে বাধা দান করে। ফলে ফিলামেন্টের তাপমাত্রা বেশ বৃদ্ধি পায় এবং একসময় ফিলামেন্টটি জ্বলতে থাকে। সময়ের সাথে সাথে বায়ুশূন্য বাল্বটির ভেতরে ফিলামেন্টের টাংস্টেন অণু বাষ্পীভূত হয় এবং এটা ফিলামেন্টকে পাতলা করে ফেলে এবং একসময় ফিলামেন্টটি সূক্ষ হতে হতে ছিড়ে যায়। এজন্য ২৫ ওয়াটের অধিক ক্ষমতার বাল্বের ক্ষেত্রে উৎপাদনকারীরা বাল্বের চেম্বারে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে আর্গন বা জেনন ভরে দেন যাতে টাংস্টেনের বাষ্পীভবন প্রক্রিয়াটি ধীরগতির হয়।