Daffodil International University

Entertainment & Discussions => Animals and Pets => Topic started by: Karim Sarker(Sohel) on January 21, 2015, 01:14:53 PM

Title: বিশ্বের সবচেয়ে লম্বা মাছ
Post by: Karim Sarker(Sohel) on January 21, 2015, 01:14:53 PM
পৃথিবীতে এমন অনেক কিছুই আছে, যা প্রথম দেখলে বা শুনলে রূপকথার গল্পের মতই মনে হবে। সম্প্রতি, সাপের মত দেখতে লম্বায় ৩৬ ফুটের এক প্রাণীকে ক্যামেরাবন্দী করেছে বিবিসি। এ ধরনের প্রাণী কম থাকলেও কিন্তু অবাস্তব নয়।

দেখতে সাপের মত হলেও এটি আসলে এক ধরনের সামুদ্রিক মাছ। সমুদ্রে বাসকারী হাঁড়যুক্ত মাছের মধ্যে এটিই সবচেয়ে লম্বা। এই মাছটির নাম ওরফিস। এটিকে দেখতে ভয়ঙ্কর লাগলেও বাস্তবে এ প্রজাতির মাছ খুবই নিরীহ ।

মহাসমুদ্রগুলোতে খুব কমই দেখা যায় এ প্রজাতির মাছ। সমুদ্রের পাঁচ’শ থেকে এক হাজার ফুট গভীরতায় ওর ফিসের বসবাস। ১৭৭২ সালে পিটার অ্যাকুয়ানিস নামের এক প্রকৃতিবিদ প্রথম এই মাছটি আবিষ্কার করেন। নামকরণও করেন তিনি।

২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সৈকতে এ ধরনের দুটি ওরফিস মৃত অবস্থায় ভেসে এসেছিল, যা স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

Collected from ---- লেটেস্টবিডিনিউজ.কম
Title: Re: বিশ্বের সবচেয়ে লম্বা মাছ
Post by: Karim Sarker(Sohel) on January 21, 2015, 01:16:05 PM
ছবিতে দেখুন ......।