Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: Karim Sarker(Sohel) on January 21, 2015, 03:35:11 PM

Title: এইচটিসির নতুন স্মার্টফোন
Post by: Karim Sarker(Sohel) on January 21, 2015, 03:35:11 PM
তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসি ওয়ান সিরিজে ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে এ বছরের মার্চ মাসে। এইচটিসি ওয়ান এম ৮ স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ হিসেবে ওয়ান এম ৯ স্মার্টফোন উন্মুক্ত করতে পারে এইচটিসি।
বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে ১ মার্চ নতুন স্মার্টফোনটির ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। এর মধ্যেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অতিথিদের কাছে দাওয়াতপত্র পৌঁছে দিতে শুরু করেছে এইচটিসি। ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডারের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক খবরে জানিয়েছে, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন নির্মাতাদের মধ্যে এইচটিসিই প্রথম নতুন স্মার্টফোন উন্মুক্ত করার তথ্য জানিয়েছে। অবশ্য স্মার্টফোন উন্মুক্ত করার তারিখ ছাড়া বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। গত বছরে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বর্তমান ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ান (এম৮) উন্মুক্ত করেছিল এইচটিসি।
প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, ওয়ান এম ৯ স্মার্টফোনটিতে বিশেষ ফিচার হিসেবে থাকবে ২০ মেগাপিক্সেলের শুটার ক্যামেরা এবং সামনের ক্যামেরাতেও যুক্ত হবে আলট্রাপিক্সেল সেন্সর। এতে থাকবে কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর। এ ছাড়া অডিও ফিচার হিসেবে যুক্ত হবে ডলবি সাউন্ড।
এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্মার্টফোনের পাশাপাশি পরিধেয় প্রযুক্তিপণ্য হিসেবে অ্যান্ড্রয়েডচালিত স্মার্টওয়াচও উন্মুক্ত করতে পারে এইচটিসি।

সূত্র- প্রথম আলো
Title: Re: এইচটিসির নতুন স্মার্টফোন
Post by: Karim Sarker(Sohel) on January 21, 2015, 03:36:04 PM
ছবিতে দেখুন...।