Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: mostafiz.eee on January 22, 2015, 10:32:15 AM

Title: ওয়্যারলেস চার্জিং
Post by: mostafiz.eee on January 22, 2015, 10:32:15 AM
স্মার্টফোনের জন্য শিগগিরই আসছে ওয়্যারলেস চার্জিং পদ্ধতি। ফলে একটি নির্দিষ্ট দূরত্বে থেকেই চার্জ হবে স্মার্টফোন। এছাড়া ক্যাবলের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ৫ মিটার দূরত্বে অবস্থিত বৈদ্যুতিক শক্তির উত্স  ব্যবহার করে চালানো সম্ভব হবে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গবেষক দল  দ্য কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কেএআইএসটি) বিজ্ঞানীরা এ পদ্ধতি উদ্ভাবন করেন।
ওয়্যারলেসলি ট্রান্সমিটিং পাওয়ার' পদ্ধতিতে ১৫ ফুট দুরত্বে থাকা স্মার্টফোন অনায়াসেই চার্জ দেয়া যাবে। এ পদ্ধতিতে ১০ ওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ সম্ভব। একটি ডিভাইস ঘরের বা অফিসের এক কোণে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফেলে রাখলেই হয়। ডিভাইসটি থেকে সংযোগকৃত স্মার্টফোন বা ট্যাবলেট নির্দিষ্ট দুরত্বের মধ্যে থেকে চার্জ দেয়া যাবে। পিজিওলেক্ট্রিক এক্সিলেরোমিটার কম আকারের ভোল্টেজ উৎপন্ন করতে পারে আর এ প্রযুক্তি বসানো থাকবে ডিভাইসটিতে। এছাড়া এতে আরো আছে মিলিভোল্ট সিগনাল যার মাধ্যমে তার ছাড়াই চার্জ হবে স্মার্টফোন ও ট্যাবলেট। স্মার্টফোন ও ট্যাবলেটের নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তির মাধ্যমে তারহীন চার্জ দেয়া সম্ভব হবে।