Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: arefin on January 23, 2015, 10:05:58 AM
-
আমাদের সবার মনে হয়তো এই প্রশ্ন উঁকি দেয়নি কখনও যে অন্ধ মানুষ কিভাবে পড়াশোনা করে থাকে? এই প্রশ্নটি ১৩ বছর বয়সী সুভম তার বাবা মাকে জিজ্ঞাসা করেছিলো। তাদের উত্তর ছিল, 'গুগলকে প্রশ্ন করো'। মাত্র ১৩ বছর বয়সী সুভম ব্যানার্জিকে জিজ্ঞাসা করলেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
সুভম গুগলে খোঁজ করে এবং গবেষণা করে দেখে যে, ব্রেইল প্রিন্টার যা ইম্বোসারস নামেও পরিচিত তার মূল্য ২০০০ ডলার। যা খুবই ব্যয়বহুল। আর উন্নয়নশীল দেশগুলতে আরও দুঃসাধ্য ব্যাপার। তখন তার মাথায় আসলো এটির দাম আসলে এত বেশী হওয়া উচিত নয়।
(http://tech.priyo.com/files/styles/img_article/public/201501/brailleprinter1.jpg?itok=dg3CPpVe)
সিলিকন ভ্যালিতে উদ্যোক্তা হয়ে ওঠার জন্য ১৩ বছর বয়স খুব একটা তাড়াতাড়ি নয়। ক্যালিফোর্নিয়ার অষ্টম গ্রেডের ছাত্র সুভম ব্যানার্জি কম খরচে ব্রেইল প্রিন্ট মেশিন বিকাশের একটি প্রতিষ্ঠান চালু করেছে। যেখানে দৃষ্টিশক্তিহীনদের জন্য স্পৃশ্য লেখার সিস্টেম তৈরি করা হয়েছে। টেক জায়ান্ট ইন্টেল কর্পোরেশন সম্প্রতি তার স্টার্ট আপ ব্রেইগো ল্যাবস এ বিনিয়োগ করেছে। তবে তার বাবার দেয়া ৩৫০০০০ ডলার দিয়ে শুরু করে সুভম। সুভম এর ধারণা উপর ভিত্তি করে ব্রেইগো ল্যাবের নকশা ও ব্রেইল প্রিন্টার নির্মাণে পেশাদার প্রকৌশলী এবং উপদেষ্টা ভাড়া করার জন্য এই টাকা ব্যবহার করা হয়।
সুভম, লেগো রোবোটিক কিট ব্যবহার করে ব্রেইল প্রিন্টার আবিষ্কার করে তার স্কুলের বিজ্ঞান মেলার প্রোজেক্ট হিসাবে। তিনি বহু রাত পার করে একটি লেগো মাইন্ডস্ট্রোম ইভি৩ দিয়ে এই প্রিন্টার সজ্জিত করে। সুভম ডেস্কটপ ব্রেইল প্রিন্টার উন্নত করতে চায় যেখানে ডিভাইসটি হবে হালকা এবং দাম পরবে মাত্র ৩৫০ ডলার। যার বর্তমান মডেলএর ওজন ২০ পাউন্ড। ব্রেইলি এবং লেগোর সমন্বয়ে এর নাম দেয়া হয়েছে ব্রেইগো।
(http://indread.com/wp-content/uploads/2015/01/shubham-braille-printer-1024x819.jpg)
মেশিনটি ব্যক্তিগত কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস থেকে, কালির পরিবর্তে রেইজড ডট ব্যবহার করে কাগজে ব্রেইল পড়ার উপকরণ প্রিন্ট করা যাবে।
সুভমের বাবা নিলয় ব্যানার্জি যিনি বর্তমানে ইন্টেলে কর্মরত আছে তিনি বলেন, অন্ধদের জন্য প্রতিষ্ঠানটি এই গ্রীষ্মে পরীক্ষামূলক এবং এই বছর পরে বাজারে একটি ব্রেইগো প্রিন্টার নিয়ে আসার লক্ষ্যে প্রোটোটাইপ প্রস্তুত করছে।