Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Topic started by: faruque on January 26, 2015, 03:06:29 PM
-
মুনাফিকের পরিচয় কী?
(http://islam.priyo.com/files/image/201501/monjil_0.jpg)
আব্দুল্লাহ ইবনে আমর ইবন আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে থাকবে, সে খাঁটি মুনাফিক গণ্য হবে। আর যে ব্যক্তির মাঝে তার মধ্য হতে একটি স্বভাব থাকবে, তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকদের একটি স্বভাব থেকে যাবে। [সে স্বভাবগুলি হল,] ১। তার কাছে আমানত রাখা হলে খিয়ানত করে। ২। সে কথা বললে মিথ্যা বলে। ৩। ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং ৪। ঝগড়া-বিবাদে লিপ্ত হলে অশ্লীল ভাষা বলে।
[বুখারি ৩৪২, ৪৫৯, ৩১৭৮, মুসলিম ৫৮, তিরমিযি ২৬৩২, নাসায়ি ৫০২০, আবু দাউদ ৪৬৮৮, আহমদ ৬৭২৯, ৬৮২৫, ৬৮৪০]