Daffodil International University
Faculty of Science and Information Technology => Environmental Science and Disaster Management => Topic started by: rumman on January 27, 2015, 12:40:35 PM
-
ডুব দিয়েছিলেন সাগরের তলদেশ দেখবেন বলে। উঠে এলেন অপার বিস্ময় নিয়ে। কারণ সাগরবক্ষে ওই ডুবুরি খুঁজে পেয়েছেন প্রাগৈতিহাসিক জঙ্গল। কম করে হলেও সেটি ১০ হাজার বছরের পুরনো। এত ডুবুরির আসা-যাওয়ার ভিড়ে ওই জঙ্গলের প্রথম দর্শক হতে পেরে ভীষণ উল্লসিত ডন ওয়াটসন নামের ওই ব্রিটিশ ডুবুরি। মেরিন কনজারভেশন সোসাইটির জরিপ প্রকল্পের পরিচালক ডন ওয়াটসন কাজের খাতিরেই নেমেছিলেন সাগরে। ব্রিটেনের নরফোক কাউন্টির উপকূল থেকে ৩০০ মিটার দূরে তিনি প্রথমে কালোমতো কিছু একটা দেখতে পান। কাছে গিয়ে দেখেশুনে তিনি বুঝলেন, বড় এক গাছের আগার দিকটাই তাঁর চোখে পড়েছে। আরো কিছুক্ষণ ঘুরেফিরে দেখে তিনি বুঝলেন, প্রাপ্তবয়স্ক এক ওকগাছ কোনো কারণে উপড়ে পড়েছে। তারই আগার দিকটার দেখা পেয়েছেন তিনি। সেটা এখন সামুদ্রিক প্রাণীর আখড়া।
বিশেষজ্ঞদের ধারণা, গত বরফ যুগেই মাটিচাপা পড়ে গেছে বিশাল এক জঙ্গল। গত শীতে কোনো এক ঝোড়ো হাওয়ায় সেই জঙ্গলের খানিকটা বেরিয়ে পড়েছে। খুঁজে পাওয়া ওকগাছটি সেই উন্মোচিত জঙ্গলের অংশ। জঙ্গলের বিস্তৃতি হয়তো হাজার হাজার একরজুড়ে। জঙ্গলের আসল বয়স জানার জন্য এখন কেবল গবেষণার অপেক্ষা। সূত্র : ডেইলি মেইল।
-
Nice post
-
Interesting matter!!!
-
Interesting...
-
Good one
-
Interesting !!!
-
Nice....
-
Thanks for sharing.. Very informative
-
Nice post. Thanks for sharing.
-
Interesting news.
-
very interesting. thanks
-
interesting story :)