Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: monirulenam on January 30, 2015, 11:57:46 AM
-
একদিনের ক্রিকেটে এক বলে সর্বোচ্চ রান করার নতুন ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রিলে রসৌউ ।সেঞ্চুরিয়ানে ওয়েস্ট ইন্ডিজ বোলার আন্দ্রে রাসেলের একটি ডেলিভারিতে ১৪ রান তোলেন রসৌউ । নিজেদের ইনিংসের ৩০ তম ওভারের চতুর্থ বলে ‘নো’ বলে ওভার বাউন্ডারি মারেন, তারপরের বলটা হয় ওয়াইড, অবশেষে বৈধ বলটিতেও ওভার বাউন্ডারি হাঁকান রসৌউ ।
অর্থাৎ একটি বৈধ ডেলিভারিতে মোট ১৪ রান করেন তিনি । পরিসংখ্যানবিদরা জানাচ্ছেন, কোনও আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে এক বলে ১৪ রান নেওয়ার নজির আর কারও নেই ৷
রাসেলের সেই ‘বিশেষ’ ওভারটিতে ওঠে মোট ২৮ রান । এই ম্যাচে রসৌউয়ের ব্যক্তিগত রান ১৩২ ৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বড় ব্যবধানে ম্যাচটিও জিতে নেয় প্রোটিয়া ব্রিগেড ৷