Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: akazad600 on January 31, 2015, 01:25:48 PM

Title: How many works we can do with webcam.
Post by: akazad600 on January 31, 2015, 01:25:48 PM
ওয়েবক্যামে যত কাজ

ওয়েবক্যামের আসল ব্যবহার ভিডিও চ্যাটে। অনলাইনে ভিডিও আড্ডার পাশাপাশি দূরে থেকে কোনো জরুরি মিটিং, কনফারেন্সে বক্তব্য দিতে ও অংশ নিতে ভিডিও চ্যাট করা হয়। এ জন্য ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার সফটওয়্যার ব্যবহার করতে হয়। ভিডিও চ্যাটের জন্য নিমবাজ, স্কাইপ ও ওভো বেশ জনপ্রিয়। কম্পিউটারের জন্য সফটওয়্যারগুলো পাওয়া যাবে এসব সাইটে-

নিমবাজ : www.nimbuzz.com

স্কাইপ : www.skype.com

ওভো : www.oovoo.com

নিরাপত্তায়ও কাজে দেবে

কম্পিউটার নিরাপত্তায় সাধারণত পাসওয়ার্ড ব্যবহার হলেও এতে নিরাপত্তাজনিত কিছু সমস্যা আছে। যেমন পাসওয়ার্ড চুরি বা ভুলে যাওয়া। এ সমস্যা থেকে রেহাই দিতে পারে কম্পিউটারের 'মুখ দেখে চেনা'র সুবিধাটি। ল্যাপটপ বা কম্পিউটারে ওয়েবক্যাম যুক্ত থাকলে Face Recognition সচল করলেই নিরাপত্তা নিশ্চিত। এর পর থেকে কম্পিউটার খুলতে গেলে আর পাসওয়ার্ড চাইবে না। ক্যামেরার সামনে মুখ রাখলে ব্যবহারকারী নিশ্চিত হওয়ার পরই কম্পিউটার চালু হবে। এ সুবিধা পেতে দরকার হবে 'কিলেমন' সফটওয়্যার। www. keylemon.com গিয়ে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।

 

সনাতনী সেলফি!

স্মার্টফোনের যুগে এসে হ্যান্ডসেটের সামনের দিকে একটি বাড়তি ক্যামেরা যোগ হয়েছে। এ ক্যামেরায় তোলা ছবি 'সেলফি' নামে পরিচিত। ল্যাপটপ বা কম্পিউটারেও একই পদ্ধতিতে ছবি তোলা যায়। বেড়াতে গিয়ে বহনযোগ্য নেটবুক কিংবা ল্যাপটপেও ছবি তুলতে পারেন। এ ক্ষেত্রে ওয়েবক্যামের সামনে কায়দা করে বসে ছবি তুলতে হবে। এসব ছবি ল্যাপটপ বা ডেস্কটপ থেকেই সরাসরি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করা যাবে। কাজ হবে সেলফির মতোই।

 

হ্যান্ডসেটই ওয়েবক্যাম!

সচরাচর না লাগলেও অনেক সময় জরুরি দরকারে ভিডিও চ্যাটের দরকার পড়ে। এমন পরিস্থিতিতে অনেক টাকা খরচ না করেও কাজ সারা যাবে। এ ক্ষেত্রে আপনার ব্যবহারের স্মার্টফোনকেই ওয়েবক্যাম বানিয়ে নিতে পারেন। হ্যান্ডসেটকে ওয়েবক্যাম বানাতে দরকার হবে-ডাটা কেব্‌ল ও সফটওয়্যার। এ কাজে 'সাইবারলিংক ইউক্যাম' সফটওয়্যার ব্যবহার করতে পারেন। সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে www.cyberlink. com/ downloads/ trials/youcam/ download_ en_US.html থেকে। এমন আরেকটি সফটওয়্যার হচ্ছে 'স্মার্টক্যাম', ডাউনলোড করা যাবে - sourceforge.net/ projects/smartcam/ থেকে।

 

সতর্কতা

ভার্চুয়াল দুনিয়ায় অপরিচিতদের সঙ্গে হরহামেশাই ভিডিও চ্যাট হচ্ছে। অনেক সময় অনেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও শিকার হচ্ছেন। ভিডিও চ্যাট শেষে কেউ কেউ তা বন্ধ করতে ভুলে যান। টেক ব্লগগুলোতে এ ব্যাপারে অভিজ্ঞদের পরামর্শ হলো-ওয়েবক্যামের কাজ শেষে কম্পিউটার থেকে এর প্লাগ খুলে ফেলা ভালো। যদি ল্যাপটপের ওয়েবক্যাম ব্যবহার করেন, তাহলে ওয়েবক্যাম সচল নাকি বন্ধ, তা নিশ্চিত করতে হবে।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/techbishwa/2015/01/31/181974#sthash.gM0484pY.dpuf