Daffodil International University
Health Tips => Health Tips => Diabetics => Topic started by: rumman on February 11, 2015, 02:15:06 PM
-
বহুমূত্র বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কম হ্যাপা পোহাতে হয় না। দিনকয়েক পর পর রক্ত পরীক্ষা, সুগারের পরিমাণ কেমন তা জেনে চিকিৎসার মাত্রা ঠিক রাখা, মেপে খাওয়া, ইনসুলিন নেওয়া, আরো কত কী। চিকিৎসাবিজ্ঞানীরা এবার এসব 'অহেতুক সময়ক্ষেপণের' পেছনে লেগেছেন। তাঁরা এমন এক 'অত্যাধুনিক ইনসুলিন' আবিষ্কার করেছেন, যা শরীরের অভ্যন্তরে রক্তের মধ্যে নিজে উপস্থিত থেকে প্রয়োজন অনুযায়ী সুগারের মাত্রা সমন্বয় করবে।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা ইতিমধ্যেই ইঁদুরের শরীরে এ ইনসুলিনের সফলতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন। তাঁরা দেখেছেন, ইঁদুরের শরীরে সুগারের মাত্রা কমে গেলে, 'স্মার্ট' এ ইনসুলিন সুগারের পরিমাণ বাড়িয়ে তা নিয়ন্ত্রণে রাখে।
জার্নাল পিএনএএসের প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন, বছরখানেকের মধ্যেই তাঁরা মানবদেহে ইনসুলিনটির পরীক্ষামূলক ব্যবহার করবেন। তাঁরা আরো জানিয়েছেন, এ স্মার্ট ইনসুলিনের মূল লক্ষ্য টাইপ-১ ডায়াবেটিস বা উচ্চ বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তিরা। সাধারণত, এসব রোগীদের ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নিতে হয়, না হলে শরীরে সুগারের মাত্রা লাগাম ছাড়িয়ে যায়। কিন্তু দেখা গেছে, ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নিলে তা মুহূর্তের মধ্যে রক্তের সুগার এতটাই নিচে নামিয়ে দেয়, যা রোগীর জন্য হিতকর নাও হতে পারে। এ জন্য টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্তদের বারবার রক্ত পরীক্ষা করতে হয়। তারপর সুগারের মাত্রা দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়। এমনতর সমস্যা থেকে বাঁচতেই 'স্মার্ট ইনসুলিন' ধন্বন্তরির ভূমিকা রাখবে বলে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকদের আশাবাদ। সূত্র : বিবিসি।
Source: http://www.kalerkantho.com/print-edition/last-page/2015/02/11/186507
-
Hope for the best
-
Good Innovation.......
-
Insulin, One of the top most costly liquid of earth. :o
-
informtive