Daffodil International University
Health Tips => Health Tips => Topic started by: Sahadat on February 12, 2015, 01:53:59 PM
-
চুলের দুর্গন্ধ সারাতে করুন কয়েকটি সহজ কাজ
চুল যেহেতু নারী ও পুরুষের সৌন্দর্যের জরুরি একটি অংশ তাই চুলের সঠিক যত্ন নেয়া খুব প্রয়োজন। তবে অনেক সময়ই নানা কারণে চুলে দুর্গন্ধ হয়ে থাকে। তা বিশেষ করে চুল ঘামার ফলে, স্কাল্প তৈলাক্ত হওয়ার কারণে, হরমোনাল ইমব্যলেন্স, ব্যাকটেরিয়া, অতিরিক্তি কেমিক্যাল চুলে ব্যবহার করা, ধুলাবালি ইত্যাদি। আর চুলে দুর্গন্ধ হলে খুব অপ্রীতিকর অবস্থায় পরতে হয়। তাই এই সমস্যা রোধ করতে জেনে রাখুন কিছু সমাধান।
টম্যাটো জুস
টম্যাটোতে আছে প্রাকৃতিক পিএইচ উপাদান যা চুল পরিষ্কার রাখতে সাহায্য করে থাকে। আপনার চুলের ঘনত্ব ও উচ্চতা অনুযায়ী টম্যাটো নিয়ে জুস করে নিন। স্কাল্প সহ পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন। ২০-৩০ মিনিট অপেক্ষা করুন, পানি দিয়ে ভালো করে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। চুল ঝরঝরে সুন্দর রাখতে প্রতি সপ্তাহে ২ বার এই উপায়টি পালন করুন। তাছাড়া টম্যাটো জুস চুলের রং উজ্জ্বল করে।
বেকিং সোডা
বেকিং সোডা চুলের গন্ধ দূর করে এবং তৈলাক্ততাও রোধ করে। বেকিং সোডা ও পানি মিশিয়ে পেস্ট করে নিন। তবে এই পেস্টটি শুকনো চুলে লাগাতে হবে। ৫ মিনিট অপেক্ষা করুন তারপর ধুয়ে ফেলুন। এই উপায়টি সপ্তাহে একদিন পালন করুন।
অলিভ অয়েল
চুল ধোঁয়ার আগে পুরো স্কাল্পে ভালো করে অলিভ অয়েল ম্যাসেজ করে নিন। অলিভ অয়েলের উপাদান চুলকানি ও খারাপ গন্ধ দূর করে। সপ্তাহে ২/৩ অলিভ অয়েল ম্যাসেজ করে শ্যাম্পু করে নিন।
তথ্যঃ homeremedyshop.com, Home Remedies for Getting Rid of Smelly Hair