Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Farhana Helal Mehtab on February 14, 2015, 01:40:30 PM

Title: Games & Sports Section
Post by: Farhana Helal Mehtab on February 14, 2015, 01:40:30 PM
একটা আবেদন জানাচ্ছি Common Forum/Request/Suggestions পেজে। আমাদের এই বিশাল ফোরামে “Games & Sports” সংক্রান্ত আলাদা কোন পেজ চোখে পড়েনি। ICC World Cup 2015 এর সূচনাতেই আমাদের পেজ খোলা হয়ে যাকনা । আমারতো মনে হয়, খেলা নিয়ে লেখালেখি করা সহকর্মীও আমাদের আছে। যদিও খেলা নিয়ে আমি কখনো লিখিনি,  কিন্তু এ জানি, খেলা ভালোবাসে না এমন মানুষ তো পাওয়া মুশকিল।

আমি এক ঝলক ফোরাম এর হেড/ সাব-হেডগুলী দেখেছি, কোন “Games & Sports”  এর আলাদা পেজ থেকে থাকলে তা আমার চোখ হয়তোবা এড়িয়ে গেছে। আমাকে জানানোর বিনীত অণুরোধ জানাচ্ছি।   



Title: Re: Games & Sports Section
Post by: mostafiz.eee on March 07, 2015, 02:53:56 PM
Scintillating.