Daffodil International University

Bangladesh => Positive Bangladesh => Topic started by: Farhana Helal Mehtab on February 14, 2015, 02:45:37 PM

Title: National ID card
Post by: Farhana Helal Mehtab on February 14, 2015, 02:45:37 PM
Bangladesh National ID card সংখ্যা গুলো কি বুঝায়, আমরা সবাই কি তা  জানি?
যারা জানিনা, তারা জেনে নেই...

1. প্রথম ২ সংখ্যা – জেলা কোড ! ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে ! ঢাকার জন্য এই কোড ২৬
2. পরবর্তী ১ সংখ্যা – এটা আর এম ও (RMO) কোড !
( কর্পোরেশনের জন্য – ৯, ক্যান্টনমেন্ট – ৫, পৌরসভা – ২, পল্লী এলাকা – ১, পৌরসভার বাইরে শহর এলাকা – ৩, অন্যান্য – ৪)
3. পরবর্তী ২ সংখ্যা – এটা উপজেলা বা থানা কোড
4. পরবর্তী ২ সংখ্যা – এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)
5. শেষ ৬ সংখ্যা – আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর !
Title: Re: National ID card
Post by: liton4174 on February 14, 2015, 07:24:24 PM
birthday date also include .......... ;)