Daffodil International University

Health Tips => Health Tips => Topic started by: Sahadat on February 15, 2015, 09:30:39 PM

Title: প্রাকৃতিকভাবে মুখের লোম কমানোর কার্যকরী উপায়
Post by: Sahadat on February 15, 2015, 09:30:39 PM
আপনি কি মনে করেন আপনার মুখের ত্বকে প্রাকৃতিক উজ্জল্যের অভাব আছে, আর এর জন্য দায়ী আপনার মুখের অতিরিক্ত লোম? আপনি কি বিভিন্ন ব্র্যান্ডের প্রডাক্ট ব্যবহার করেন কিন্তু কোন ফল পাচ্ছেন না? আপনার ত্বক দিন দিন গ্লো হারিয়ে ফেলছে আর আপনি খুব শীঘ্রই এ অবস্থা হতে পরিত্রাণ চান?

চলুন জেনে নেই প্রাকৃতিক উপায়ে ঘরে বসে মুখের লোম কমিয়ে বা লোমকে ব্লিচ করে ত্বকের উজ্জল্য বৃদ্ধির একটি সহজ পদ্ধতি।মধু ও লেবু প্রাকৃতিক ভাবে রূপ চর্চার দুটি জনপ্রিয় উপাদান। এরা খুব আলতো করে আপানার মুখের লোম উজ্জ্বল করে ও ত্বকের স্বাভাবিক সৌন্দর্য রক্ষা করে। মধুতে উপস্থিত প্রাকৃতিক pH এর সমীকরণ যা আপনার মুখের ত্বকের জন্য অত্যন্ত উপকারী।

প্রয়োজনীয় উপকরণ:

    ২ টেবিল চামচ জৈব মধু
    ১ চা চামচ লেবু

প্রস্তুত প্রণালী:
১. উভয় উপাদান একটি বাটির মধ্যে নিন এবং তাদের ভাল ভাবে মিশ্রিত করুন।
২. তারপর প্যাকটি একটি বুরুশ বা আপনার আঙ্গুলের দ্বারা সাড়া মুখে মাখুন।
৪. প্রাকৃতিক উপাদান ভালভাবে শোষণ করার জন্য জল দিয়ে আপনার মুখ ভেজিয়ে নিতে পারেন।
৪. ১৫ থেকে ২০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে পুরো মুখ ধুয়ে ফেলুন।

এই প্রাকৃতিক উপাদান আপনার মুখের লোম কমিয়ে দিতে সহায়তা করবে অথবা লোমের রঙ হালকা করে দিবে। মধুর হাইড্রোজেন পারক্সাইড ট্রেস হিসেবে আপনার মুখেরর লোম কমাতে সত্যি খুব ভালো কাজ করবে।

এই প্রাকৃতিক উপাদান মুখের চুল লঘুকরণ মিশ্রণ একটি মৃদু লঘুকরণ এজেন্ট হিসেবে জৈব মধুর আইন হাইড্রোজেন পারক্সাইড ট্রেস হিসাবে সত্যিই ভাল কাজ করে। এছারা লেবুতে উপস্থিত ভিটামিন সি যখন মধুর সাথে মিলিত হয় তখন তা মুখের লোম দূরুরিকরন দ্বিগুণ কাজ করে।

সুত্র: স্টাইলকেয়ার।