Daffodil International University

Health Tips => Protect your Health/ your Doctor => Beauty Tips => Topic started by: Sahadat on February 22, 2015, 12:18:17 PM

Title: শিখে নিন মেকআপের মাধ্যমে নাক চিকণ দেখানোর দারুণ কৌশল
Post by: Sahadat on February 22, 2015, 12:18:17 PM
চিকন এবং খাড়া নাকের অধিকারিণীগণ অনেক বেশি ঈর্ষার পাত্রী। কারণ তাদের সৌন্দর্য অনেকাংশে ফুটিয়ে তোলে বাঁশির মতো চিকন খাড়া নাক। যাদের নাক অপেক্ষাকৃত বড় এবং মোটা ধরণের তাদের এ নিয়ে আফসোসের সীমা নেই। কিন্তু আফসোস করে কী হবে বলুন? তারচেয়ে নাকের আকারটাকেই চিকন করে ফেলুন। আঁতকে উঠবেন না, আপনাকে সার্জারির কথা বলা হচ্ছে না। সামান্য মেকআপের মাধ্যমেই নাক দেখাতে পারেন চিকন ও সুন্দর। জানতে চান কীভাবে? চলুন তবে জেনে নেয়া যাক।

- কন্টিউরিংয়ের মাধ্যমে নাকের আকার স্বাভাবিকের চাইতে অনেক চিকন দেখানো যায়। এরজন্য সামান্য মেকআপই যথেষ্ট।

- নিজের ত্বকের টোনের চাইতে কয়েক শেড গাঢ় ফাউন্ডেশন নিয়ে নাকের দুই পাশে (ভ্রুর গোঁড়া থেকে নাকের সামনের দিক পর্যন্ত) হাড়ের উপরে চিকন ও হালকা করে লাইন টেনে নিন।

- এবার হাতের আংটি আঙুল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এতে করে নাকের দুপাশে শেড পড়বে যা আপনার নাককে চিকন দেখাতে সাহায্য করবে।

- এরপর নাকের ঠিক মাঝ বরাবর ( দুই ভ্রুর মাঝে সামান্য নিচ থেকে নাকের সামনের অংশ পর্যন্ত) হাইলাইটার দিয়ে লাইন টেনে নিন।

- ভালো করে ব্লেন্ড করে নিন হাইলাইটার। এতে করে গাঢ় শেড দেয়া দুপাশের মাঝে চিকন লাইন টানা হাইলাইটারের ফলে নাকের আকার অনেক বেশি চিকন দেখাবে।

ব্যস, এইটুকু কষ্টেই পেতে পারেন চিকন সুন্দর আকৃতির নাক। চাইলে নাকের সামনের নিচের অংশে গাঢ় শেড ব্যবহার করে নাকের আকার ছোটো করেও নিতে পারেন।