Daffodil International University

Health Tips => Protect your Health/ your Doctor => Topic started by: Sahadat on February 24, 2015, 09:36:07 AM

Title: শ্বেতী রোগ কি সংক্রামণ?
Post by: Sahadat on February 24, 2015, 09:36:07 AM
শ্বেতী সংক্রামণ নয়৷ শ্বেতী রোগের কারণ সম্পর্কে জানাচ্ছেন বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ ডা. সত্যচরণ দত্ত৷ শ্বেতী রোগ মানুষের ত্বকের একটি সাধারণ সমস্যা। শ্বেতী রোগে ত্বক মেলানিন (যা মানুষের ত্বক, চোখ ও চুলের রঙ নির্ধারণ করে) হারায়। যখন ত্বকের কোষগুলো ক্ষয় হয় বা মারা যায় তখন শ্বেতী রোগ হয়। কারণ ত্বকের কোসগুলোই মেলানিন তৈরি করে। শ্বেতীর ফলে ত্বকের উপর সাদা দাগের আকার দেখা যায়। শ্বেতী রোগ সাধারণত তিনরকমের হয়:

১. শরীরের অল্প কিছু অংশে
২. যে কোন একদিকে
৩. শরীরের অধিকাংশ জায়গায়

শ্বেতী রোগ কেন হয়?
চিকিৎসকরা মনে করেন, এখনও এই রোগের সঠিক কারণ জানা যায়নি ৷ এছাড়াও,
১. বিভিন্ন রকম প্রসাধনী দ্রব্যের রিঅ্যাকশন যেমন, টিপের আঁঠা, সিদুঁর ইত্যাদি ৷
২. সস্তার প্লাসটিক চটি ৷
৩. রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি থেকে ৷
৪. মানসিক চাপ থেকে ৷

বুঝবেন কীভাবে?
১. ত্বকের উপর সাদা দাগ দেখা দিলে
২. অল্প বয়সে মাথার চুল, চোখের ভ্রু, দাড়ি সাদা হলে
৩. চোখের ভিতরের অংশ বর্নহীণ লাগলে ৷

শ্বেতী রোগের চিকিৎসা সময়সাপেক্ষ ৷ এই রোগ পুরোপুরি নাও সারতে পারে। অবশ্য অনেক সময় শ্বেতী নিজে থেকেই সেরে যেতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। । তবে সব রোগীর জন্য সব চিকিৎসা পদ্ধতি একরকম হয় না ৷ তবে চিকিৎসকরা জানাচ্ছেন, শ্বেতী কোনো ছোঁয়াচে রোগ নয় ৷ সাধারনত ঔষুধের দ্বারাই এই রোগের চিকিৎসা হয় ৷ খাওয়া-দাওয়ায় সেইরকম বিধিনিষেধ না থাকলেও ঔষুধ চলাকালীন চিকিৎসকরা টক জাতীয় খাবার খেতে বারণ করেন ৷