Daffodil International University
Health Tips => Health Tips => Topic started by: Sahadat on February 28, 2015, 11:35:51 AM
-
দৈনিক ৪ থেকে ৬ কাপ কফি পানে মাল্টিপল স্কেলেরোসিসের ঝুঁকি অপেক্ষাকৃত কমে বলে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে।
গবেষণাপত্রের প্রধান লেখক যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাল্টিমোরের জন হকপিনস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের এলেন মাউরি বলেন, ক্যাফিন সেবনের সঙ্গে পার্কিনসন’স ও আলজেইমার ঝুঁকি কম হওয়ার সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে ক্যাফিন সেবন মস্তিষ্ককে সুরক্ষা দেয়ার মাধ্যমে মাল্টিপল স্কেলেরোসিস (এমএস) থেকে সুরক্ষা দেয়।
১ হাজার এমএস রোগী ও একই সংখ্যক সুস্থ মানুষের স্বাস্থ্যের অবস্থার মধ্যে তুলনা করে এ গবেষণা সমীক্ষা তৈরি করা হয়েছে।