Daffodil International University

Faculty of Engineering => EEE => Topic started by: mostafiz.eee on March 01, 2015, 08:09:52 PM

Title: আমেরিকান স্বাধীনতা যুদ্ধ
Post by: mostafiz.eee on March 01, 2015, 08:09:52 PM
আমেরিকান স্বাধীনতা যুদ্ধ বা আমেরিকান বিপ্লবী যুদ্ধ (1775-1783) হল গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে আমেরিকার তের উপনিবেশের বিদ্রোহ। এর ফলে যুক্তরাষ্ট্র গঠিত হয়। প্রথমে এই লড়াই শুধু উপনিবেশে সীমাবদ্ধ থাকলেও ফরাসি ও স্প্যানিশদের আগমনের ফলে তা ইউরোপ, ক্যারিবীয় ও ইস্ট ইন্ডিজে ছড়িয়ে পড়ে।ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক কর আরোপের কারণে মূলত এই যুদ্ধ শুরু হয়। এই করকে আমেরিকানরা বেআইনি হিসেবে দেখত।প্রথম সংঘটিত যুদ্ধটি ছিল 1775 সালে লেক্সিংটন ও কনকর্ডের যুদ্ধ । 1776 সালের বসন্ত নাগাদ পেট্রিওটরা 13 টি উপনিবেশে পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করে এবং  1776 সালের4 জুন কন্টিনেন্টাল কংগ্রেস স্বাধীনতা ঘোষণা করে।জর্জ ওয়াশিংটন প্রধান অধিনায়ক এর নেতৃত্বে ছিলেন। 1776 সালে নিউ ইয়র্ক ও 1777 সালে ফিলাডেলফিয়া জয় করা হয়। ব্রিটিশরা ওয়াশিংটনের বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত কোনো হামলা করতে সক্ষম হয়নি। সামঞ্জস্যের দুরবস্থার কারণে 1777  সালে আলবেনির বিরুদ্ধে ব্রিটিশদের অগ্রযাত্রা ব্যহত হয়।
1778 সালের পর ব্রিটিশরা দক্ষিণ উপনিবেশগুলোতে মনোনিবেশ করে এবং1779 ও 1780 সালে জর্জিয়া ও সাউথ ক্যারোলিনা জয় করতে সক্ষম হয়। 1783 সালে স্বাক্ষরিত প্যারিসের চুক্তি মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে এবং বর্তমানকালের হিসেবে উত্তরে কানাডা, দক্ষিণে ফ্লোরিডা ও পশ্চিমে মিসিসিপি নদী দ্বারা চিহ্নিত অঞ্চলে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়া হয়। ব্যয়বহুল যুদ্ধ ফ্রান্সকে বড় অংকের ঋণগ্রস্ত করে। এর ফলে পরবর্তীতে ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
Title: Re: আমেরিকান স্বাধীনতা যুদ্ধ
Post by: abdussatter on March 02, 2015, 03:19:14 PM
 :) :)
Title: Re: আমেরিকান স্বাধীনতা যুদ্ধ
Post by: tanvir28 on March 03, 2015, 07:30:01 PM
interesting ;D ;D