Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: subartoeee on March 05, 2015, 05:11:51 PM

Title: মঙ্গলে মেঘের চিহ্ন
Post by: subartoeee on March 05, 2015, 05:11:51 PM
মঙ্গলে সুবিশাল মেঘের চিহ্ন শনাক্ত করা হয়েছে। তবে এটি কী এবং কীভাবে সেখানে তৈরি হলো, সেসব বিষয়ে বিজ্ঞানীরা নিশ্চিত নন। জ্যোতির্বিদেরা ক্যামেরায় তোলা ছবিতে ২০১২ সালের মার্চে প্রথম ওই মেঘ দেখতে পান। অস্বাভাবিক ওই মেঘ দেখে প্রথমে তাঁরা ক্যামেরার ত্রুটি বলে ধরে নিয়েছিলেন। কিন্তু পরে আরও কয়েকজন জ্যোতির্বিদ সেই একই মেঘের উপিস্থিতি শনাক্ত করেন। প্রায় ১০ দিন ধরে এই মেঘ গঠিত হয় এবং আকার পরিবর্তন করে। কয়েক সপ্তাহ পর একই ধরনের আরেকটি মেঘের দেখা পান বিজ্ঞানীরা। এসব মেঘ মঙ্গলপৃষ্ঠের ১২৫ থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) ওপরে অবস্থান করে। এ ব্যাপারে নেচার সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, মেঘের উপস্থিতি পাওয়ার ফলে মঙ্গল গ্রহ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা পাল্টেছে। হাফিংটন পোস্ট