Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: subartoeee on March 05, 2015, 06:07:40 PM

Title: সবখানেই থাকবে ব্ল্যাকবেরি!
Post by: subartoeee on March 05, 2015, 06:07:40 PM
মানুষের হাতে হাতে এখন বিভিন্ন সফটওয়্যারচালিত ফোন, ট্যাব। ব্ল্যাকবেরি চাইছে সবখানেই থাকতে। আইওএস, অ্যান্ড্রয়েড কিংবা উইন্ডোজ প্ল্যাটফর্মের যেকোনো ফোন বা ট্যাবে ব্ল্যাকবেরি সেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সম্প্রতি ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোয় নিজস্ব সফটওয়্যার সেবা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে। খবর সিএনএনের।
ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ যোগাযোগ-সেবা, নিরাপত্তা, কাজকর্মের সফটওয়্যারসহ ডকুমেন্ট সম্পাদনা, ক্যালেন্ডার শেয়ার, নিরাপদ ভিডিও কনফারেন্সিং, তথ্য চুরি রোধ প্রভৃতি সেবা দিতে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোতেও কাজ করবে তারা।
বাজার গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে হার্ডওয়্যার বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে একসময়ের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটিকে। তাই হার্ডওয়্যার থেকে দৃষ্টি সরিয়ে সফটওয়্যারের ক্ষেত্রটিকে আরও বড় করে তুলতে কাজ করছে কানাডার প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জন চেন তাঁদের এন্টারপ্রাইজ সফটওয়্যারের লাইসেন্স অ্যাপলের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে ব্ল্যাকবেরির আয়ের মাত্র ৪৬ শতাংশ আসছে হার্ডওয়্যার বিক্রি থেকে। বাকিটা আসছে সফটওয়্যার থেকে।
২ মার্চ থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে এক বিবৃতিতে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ জানিয়েছে, বড় বড় প্রতিষ্ঠানভিত্তিক সফটওয়্যার পোর্টফলিও তৈরিতে কাজ করবে ব্ল্যাকবেরি। প্রতিটি সফটওয়্যার বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার উপযোগী কাস্টমাইজ করে এ বছরের শেষ নাগাদ উন্মুক্ত করা হবে।