Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: subartoeee on March 05, 2015, 06:09:08 PM

Title: মিথ্যা ধরতে পারে কুকুর
Post by: subartoeee on March 05, 2015, 06:09:08 PM
কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত প্রাণী হিসেবে পরিচিত। এরা বেশ স্মার্ট, মানুষের আগের ধারণার চেয়েও বেশি। তাই বুঝে নিতে পারে, মানুষের মধ্যে কে বিশ্বস্ত, আর কে নয়। কুকুর একবার যদি কোনো মানুষের ওপর আস্থা হারায়, তাহলে পরে আর তাকে সহজে বিশ্বাস করে না। জাপানের একদল বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। কোনো কুকুরপালক যদি খেলনা, বল বা খাবার দেখিয়ে কোনো স্থানের দিকে ইশারা করেন, তাঁর পোষা কুকুর সেদিকেই ছুটে যায়। মিথ্যা ইশারায় ধোঁকা দিতে চাইলে কুকুর ঠিকই বুঝতে পারে। কেউ একবার এ রকম প্রতারণা করলে কুকুরটি তাঁকে অবিশ্বস্ত হিসেবে ধরে নেয় এবং পরে আর তাঁর ডাকে সাড়া দেয় না।