Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: subartoeee on March 05, 2015, 06:12:54 PM
-
সম্প্রতি বাংলাদেশে পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি ব্র্যান্ডের একটি নতুন মডেলের ল্যাপটপ। এইচপি ২৪০ জি৩ মডেলের ল্যাপটপটিতে রয়েছে ইনটেলের চতুর্থ প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর।
বিপণনকারী প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, এইচপির ১৪.১ ইঞ্চি এলইডি ডিসপ্লেযুক্ত ল্যাপটপটিতে রয়েছে ৪ জিবি ডিডিআরথ্রি র্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ব্লুটুথ, ওয়াই-ফাই, ওয়েব ক্যামসহ আকর্ষণীয় ফিচার।
এইচপির নতুন এই ল্যাপটপটির দাম ৩৫ হাজার ৫০০ টাকা। ল্যাপটপ কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি।