Daffodil International University

Educational => You need to know => Topic started by: rumman on March 07, 2015, 12:17:56 PM

Title: সন্তানে বাবার প্রভাবই বেশি
Post by: rumman on March 07, 2015, 12:17:56 PM
সন্তান দেখতে কার মতো হয়েছে, তার স্বভাব কার মতো হয়েছে- তা নিয়ে কত কথাই না হয়। তবে কথা যেমন বা যা-ই হোক না কেন, সন্তানের ওপর বাবার প্রভাবটাই সবচেয়ে বেশি। এ নিয়ে আপাতত আর তর্কের সুযোগ থাকছে না। কারণ এই সিদ্ধান্ত বিজ্ঞানীদের গবেষণার ফল।

গবেষণার নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার স্কুল অব মেডিসিনের অধ্যাপক ফার্নান্ডো প্রাডো-ম্যানুয়েল ডি ভিলেনা। এই অধ্যাপক জানান, স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বংশগতভাবে মায়ের চেয়ে বাবার বৈশিষ্ট্যই বেশি প্রভাব বিস্তার করে। এর প্রক্রিয়া সম্পর্কে গবেষণা প্রতিবেদনে বলা হয়, মা-বাবার কাছ থেকে পাওয়া সমান সংখ্যক বংশগতি (জিন) নিয়ে ভ্রূণের জন্ম হয়। ওই ভ্রূণের বিকাশের পর যদি তার শরীরে মায়ের বংশগতি সংখ্যায় বেশি হয়, তবে সেই বংশগতির বৈশিষ্ট্যের প্রকাশ ততটা প্রকট হয় না, যতটা প্রকট হয় বাবার বংশগতির বৈশিষ্ট্য। বিকশিত ভ্রূণের শরীরে বাবার বংশগতির সংখ্যা কম হলেও ওই কম সংখ্যক বংশগতিই তুলনামূলক প্রকটভাবে প্রকাশিত হয়। এর ফল দাঁড়ায়, একটি শিশু বংশগতভাবে মায়ের কাছ থেকে কোনো রোগের জিন পেলেও সেই রোগে শিশুর আক্রান্ত হওয়ার সংখ্যা তুলনামূলক কম। শুধু রোগ নয়, অন্যান্য বৈশিষ্ট্যের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি নেচার জেনেটিকস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সূত্র : ডেইলি মেইল।

Source: http://www.kalerkantho.com/print-edition/last-page/2015/03/07/195797#sthash.lLZvvFN2.dpuf