Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: fernaz on March 08, 2015, 06:59:46 PM

Title: Black berry cheese cake
Post by: fernaz on March 08, 2015, 06:59:46 PM
(http://www.shajgoj.com/wp-content/uploads/2014/08/cake-680x450.jpg)

উপকরণঃ
-ব্ল্যাকবেরি (কালোজাম)- ২০০ গ্রাম
-ক্রিম চিজ- ২০০ গ্রাম
-চকলেট কুকিজ (ভেঙ্গে নেয়া)- ৫ টি
-বাটার- ১/৪ কাপ
-চিনি ( ব্লেন্ড করে নেয়া ) – ১ কাপ
-ডিম- ২ টি
-ক্রিম- ৫০০ মি.লি.

পদ্ধতিঃ
-প্রথমে ওভেন ১৮০ ডিগ্রি সে. তাপমাত্রায় উত্তপ্ত করে নিতে হবে এবং চকলেট কুকিজ পিষে নিতে হবে।
-এবার একটি বাটিতে পিষে নেয়া চকলেট কুকিজ ও বাটার মিক্স করুন। ভেজা হাতে এই মিশ্রণটি একটি কেক টিনে সমভাবে ছড়িয়ে দিন। এখন এটি পূর্বে উত্তপ্ত করে রাখা ওভেনে ১০ মিনিটের জন্য বেক করে নিন।
-একটি বাটিতে  ক্রিম চিজ নিয়ে ভালো ভাবে নেড়ে নিন। এতে চিনি যোগ করে ভালো ভাবে মেশান।
-এবার এই মিশ্রণে ডিম ভেঙ্গে নিন এবং ভালো ভাবে মিশিয়ে নিন। এরপর ক্রিম যোগ করে ভালো ভাবে মেশান।
-এবার  ওভেন থেকে কেক টিন বের করে এর উপরে চিজ কেকের মিশ্রণটি ছড়িয়ে দিন। এতে কালোজাম যোগ করুন এবং ছড়িয়ে দিন।
-এখন এটি ৪০ মিনিট বেক করুন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন।
Title: Re: Black berry cheese cake
Post by: nmoon on March 15, 2015, 11:03:52 AM
Please make it for us.
Title: Re: Black berry cheese cake
Post by: fernaz on March 16, 2015, 11:21:04 AM
i've given the post so that you can make it for us............... ;)