Daffodil International University
IT Help Desk => News and Product Information => Topic started by: Sahadat on March 09, 2015, 01:32:38 PM
-
আগামীকাল অ্যাপল উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল ওয়াচ। অনেকদিন ধরেই স্মার্টওয়াচটি রয়েছে আলোচনার কেন্দ্রে। তবে আগামীকাল উন্মুক্ত করা হলেও বাজারে আসতে কিছুটা সময় লাগবে। কিন্তু বাজারে আসার আগেই বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, চলতি বছর স্মার্টওয়াচ বাজারের অর্ধেকটাই দখল করে রাখবে অ্যাপল ওয়াচ।
বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্রাটেজি অ্যানালিটিক্সের মতে, ২০১৫ সালে বিশ্বব্যাপী ২ কোটি ৮০ লাখের বেশি স্মার্টওয়াচ বিক্রি হবে। আর এর মধ্যে দেড় কোটি স্মার্টওয়াচই হবে অ্যাপলের যা মোট পরিমানের ৫৫ শতাংশ।
অ্যাপল ওয়াচ নিয়ে খুব বেশি তথ্য এখনও জানা যায়নি। তবে জানা গেছে, এতে থাকবে ৫১২ মেগাবাইট র্যাম এবং শক্তিশালী ব্যাটারি।
-
Good.