Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: fernaz on March 16, 2015, 03:49:17 PM

Title: সার্কাসে নাচবে ড্রোন!
Post by: fernaz on March 16, 2015, 03:49:17 PM
ড্রোন প্রায় সবকিছুই করতে পারে। ভিডিও করতে পারে, ছবি তুলতে পারে এমনকি ড্রাগ পাচার পর্যন্ত করে থাকে কিন্তু চিত্তবিনোদন করতে কতটা পারদর্শী এই ড্রোন? এবছর প্রথমবারের মতো আমস্টারডামে বিশ্বের প্রথম ড্রোন বিনোদন শো অনুষ্ঠিত হতে যাচ্ছে।
(http://tech.priyo.com/files/styles/img_article/public/201502/drone-show.jpg?itok=smWrbvV7)
এই ইভেন্টের পক্ষ থেকে ওয়েবসাইটে বলা হয়, বিস্ফোরক শোতে ড্রোন মিউজিক, ভিডিও, স্পেশাল ইফেক্ট নিয়ে স্টেজের কেন্দ্রে পরিণত হবে। এখানে ড্রোন থেকে শত শত ব্যালে, যুদ্ধ, ঘোড়দৌড় এবং লেজার, সার্কাস দেখানো হবে। আর হাজার হাজার ড্রোনের জাদুর অভিজ্ঞতা নিতে পারবে সবাই। ছোট উড়ন্ত মেশিনের জনপ্রিয়তা এখন তুঙ্গে। আর বিভিন্ন দেশে এর নিয়ম কানুন নির্ধারণ করা হয়েছে। নিয়মে কারা, কিভাবে ড্রোন ব্যবহার করতে পারবে সে বিষয়টি ঠিক করা হয়।
[Source: http://tech.priyo.com/news/2015/2/17/27434.html#sthash.glXMXNJ6.dpuf]
Title: Re: সার্কাসে নাচবে ড্রোন!
Post by: riazur on March 16, 2015, 03:54:35 PM
Eagerly waiting to watch it.