Daffodil International University

IT Help Desk => One in all PC tips => Topic started by: Lazminur Alam on March 23, 2015, 02:21:50 PM

Title: যে ফাইল/ফোল্ডার ডিলিট হয় না!
Post by: Lazminur Alam on March 23, 2015, 02:21:50 PM
কম্পিউটারে কখনো এমন কিছু ফাইল বা ফোল্ডার তৈরি হয়, যেগুলো মুছে ফেলা (ডিলিট) যায় না। ফাইল মোছা না গেলে সেটি বেশ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু চাইলেই যে ফাইল ডিলিট হয় না, সেটিকেও ডিলিট করতে পারবেন। এটি করতে অবশ্যই কম্পিউটারের কমান্ড প্রম্পট বিষয়ে জানতে হবে এবং ফাইল ফোল্ডারের ডিরেক্টরি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে cmd লিখুন। cmd.exe আসলে সেটিতে ডান ক্লিক করে Run as administrator নির্বাচন করে খুলুন। কমান্ড প্রম্পটের উইন্ডোকে মিনিমাইজ করে CTRL + ALT + DEL একসঙ্গে চেপে টাস্ক ম্যানেজার চালু করুন। অথবা ডেস্কটপের নিচের টাস্কবারে রাইট ক্লিক করে Start Task Manager-এ ক্লিক করে চালু করুন।
কম্পিউটারে explorer.exe চালু থাকলে কাঙ্ক্ষিত ফাইলকে মোছা যায় না, তাই এটিকে বন্ধ করতে Process ট্যাবে গিয়ে explorer.exe খুঁজে নিয়ে তাতে ডান ক্লিক করে End Process Tree তে ক্লিক করুন। একটি বার্তা আসবে সেটিতে আবার End Process চাপুন। এবার কমান্ড প্রম্পটের উইন্ডোতে ফিরে আসুন। আপনার যে ড্রাইভে ফাইলটি আছে সেটির ডিরেক্টরি এখানে লিখে দিতে হবে। আপনার ফাইলটি যদি D: ড্রাইভে থাকে, তাহলে এখানে cd D: লিখে এন্টার চাপুন। তাহলে cd কমান্ড প্রয়োগের ফলে D: ড্রাইভে থাকা ফাইল অ্যাক্সেস করা যাবে। এবার যে ফাইলটি মুছে ফেলতে চান, সেটির জন্য এখানে del d:/ProthomAlo/ComputerProtidin/HelpLine.doc লিখে এন্টার চাপুন। খেয়াল করুন এখানে del সংকেত দিয়ে ফাইল মুছবে আর পরের অংশটি ফাইলের ডিরেক্টরি।
তাই এখানে আপনার কাঙ্ক্ষিত ফাইলের ডিরেক্টরি বসিয়ে নিয়ে করুন। কোনো ফোল্ডার মুছতে চাইলে RD /S /Q d:/ProthomAlo/ComputerProtidin হুবহু লিখে এন্টার চাপুন। খেয়াল করুন, এখানে RD /S /Q ফাইল মুছে ফেলার সংকেত (কমান্ড) আর পরের অংশটি আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারের ডিরেক্টরি। কমান্ড লেখায় কোনো ভুল হলে কাজটি সফল হবে না, তাই বুঝে-শুনে প্রয়োগ করুন। কাজটি সফল হলে এবার টাস্ক ম্যানেজারে ফিরে আসুন। এখানে File থেকে New Task (Run…)-এ ক্লিক করুন। Create New Task-এর ঘরে explorer.exe লিখে এন্টার চাপুন। তাহলে এক্সপ্লোরার চালু হয়ে যাবে আর কম্পিউটারের বাকি অন্যান্য কাজ করা যাবে।
Title: Re: যে ফাইল/ফোল্ডার ডিলিট হয় না!
Post by: irin parvin on May 27, 2015, 03:08:22 PM
good post
Title: Re: যে ফাইল/ফোল্ডার ডিলিট হয় না!
Post by: Reza S. H. on May 28, 2015, 02:24:12 PM
The file or folder already in use can never be deleted. Because it is used by Cache memory then.
Title: Re: যে ফাইল/ফোল্ডার ডিলিট হয় না!
Post by: asitrony on July 05, 2015, 05:51:37 PM
Good information to share.


Thanks for the post.
Title: Re: যে ফাইল/ফোল্ডার ডিলিট হয় না!
Post by: Shahriar Mohammad Kamal on July 06, 2015, 09:44:38 AM
useful post.