Daffodil International University
Health Tips => Protect your Health/ your Doctor => Children => Topic started by: taslima on March 30, 2015, 02:53:15 PM
-
র্তমান সময় মানেই ব্যস্ততার সময়। কিছুতেই যেন কারো ব্যস্ততা কাটে না। আর শহুরে এই জীবনে বেশিরভাগ সময়ই দেখা যায় বাবা-মা দুজনেই কর্মজীবী। আর তাঁদের আদরে ছোট্ট সন্তানটি মানুষ হয় হয়তো গৃহপরিচারিকা কিংবা কোন আত্নীয়ের কাছে। উপযুক্ত যোগাযোগ করার অভাবেই হোক বা একা থাকার কারনেই হোক অনেক সময় দেখা যায় শিশুরা ঠিকভাবে কথা বলতে শেখে না। তিন বছর বয়সের পরেও দেখা যায় এই জড়তা ঠিক মতো কাটে না। তাই সহজে কি করে শিশুর মুখের জড়তা কাটান যেতে পারে তা নিয়ে আজকের কিছু টিপসঃ
১। শিশুর সাথে যতক্ষন আছেন ততক্ষন প্রাণ খুলে কথা বলুন। যা কিছু আপনি শিশুর সাথে করছেন তাই কথা বলে প্রকাশ করুন। শিশু কি করছে সেটাও ভালোভাবে বুঝিয়ে দিন। এবং তাকে তা প্রকাশ করতে দিন। এতে করে শিশু বেশি বেশি কথা বলা শিখবে।
২। শিশুর সাথে বিভিন্ন বিষয়ে গল্প করুন। এবং শিশুকে জিজ্ঞেস করুন কিভাবে গল্পটি শেষ হবে তা কল্পনা করে নিতে আর তা প্রকাশ করতে। এতে করে শিশু মাঝে বেশি বেশি কথা বলার অভ্যাস গড়ে উঠবে।
৩। শিশুকে বিভিন্ন ছড়া, কবিতা বা গল্পের সিডি দেখাতে চেষ্টা করুন। শিশু যত বেশি মানুষকে কথা বলতে দেখবে তত বেশি কথা বলতে উৎসাহিত করবে।
৪। শিশুকে সাথে নিয়ে নিজে নিজে মজার ছোট ছোট ছড়া তৈরি করুন। এগুলো মাঝে মাঝে শিশুকে শুনিয়ে আনন্দ দিন। এতে করে তার মধ্যে নতুন শব্দ তৈরি করার আগ্রহ সৃষ্টি হবে।
৫। শিশুর সাথে কথা বলার সময় সবচেয়ে বেশি যে জিনিসটির দিকে লক্ষ্য দেওয়া উচিত তা হলো বানান ও উচ্চারণ। শুদ্ধ বানান ও উচ্চারণে কথা না বললে আপনার সন্তানও ভুল উচ্চারণ শিখে বড় হতে পারে।